মঙ্গল গ্রহে ‘কমেডিয়ান’

প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:০০

সাহস ডেস্ক

মঙ্গল গ্রহে মহাকাশচারী পাঠানোর প্রস্তুতি চলছে অনেক বছর থেকেই। মহাকাশযানে পাড়ি দিতে হবে মোটামুটি ৮৭.২ মিলিয়ন মাইল। সেখানে প্রচুর পরিমাণে রেডিয়েশন সহ্য করতে হবে মহাকাশচারীদের।

মঙ্গলে যেতে আট মাসের মতো লাগতে পারে। ফিরতে লাগবে আরও আট মাস। এ সময়ে পৃথিবীর সাথে যেকোনো রকমের যোগাযোগ করতে ২০ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হবে।

নাসার গবেষণায় দেখা গেছে, ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে থাকা মহাকাশচারীর সঙ্গে পৃথিবীর যোগাযোগে মাত্রা ৫০ সেকেন্ড দেরি হলেও তারা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। এতে করে পৃথিবীর সঙ্গে যোগাযোগও হবে খুবই কম। তাই তারা ভুগবেন চরম একাকিত্বে। তখন তাদের পক্ষে বড় কোনো ভুল করে ফেলা অসম্ভব নয়। এ কারণে তাদের মেজাজ ভালো রাখার জন্য মহাকাশে কমেডিয়ান পাঠানোর সিধান্ত নেওয়া হচ্ছে।

নাসার একজন উপদেষ্টা, প্রফেসর জেফ্রি জনসন মনে করেন, মঙ্গলে মানুষ পাঠাতে হলে তাদের সঙ্গে একজন ‘কমেডিয়ান’ পাঠানো খুবই জরুরি। তার মতে, একদল মানুষের মন ভালো রাখা, তাদের মাঝে সংঘর্ষ কমানো ও মেজাজ ফুরফুরে রাখতে রসিক স্বভাবের একজন মানুষের প্রয়োজন আছে। এতে পুরো অভিযানটাই ভালো যাবে।

সাহস২৪.কম/ইতু/ আল মনসুর 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত