নাদেলার মাইক্রোসফট

প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:১২

সাহস ডেস্ক

সবার চোখেই এখন মাইক্রোসফট সেরা, উইন্ডোজ ফোন ব্যর্থ। মাইক্রোসফটজুড়ে এখন পরিবর্তনের হাওয়া। এই পরিবর্তন এনেছেন সত্য নাদেলা। ঠিক দুই সপ্তাহ আগে প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে পাঁচ বছর পূর্ণ করেছেন তিনি।

হিমশিম খাচ্ছে উইন্ডোজ ৮। গ্রাহক, বিনিয়োগকারী আর সফটওয়্যার নির্মাতাদের বিশ্বাস তলানিতে। একসময়ের বিশ্বসেরা প্রতিষ্ঠানের এখন ভরাডুবি অবস্থা। পাঁচ বছরে আমূল বদলে গেছে চিত্র। সেরা ক্লাউড কম্পিউটিং সেবাদাতা হিসেবে আবির্ভূত হয়েছে নাদেলা।

১৯৯২ সালে মাইক্রোসফটে যোগ দেন সত্য নাদেলা। সে সময় সিইও ছিলেন বিল গেটস। উইন্ডোজ অপারেটিং সিস্টেমের বিশ্বজয়ের সবে শুরু। তখন মাইক্রোসফটে ৩০ জন ভারতীয় কাজ করতেন।

মাইক্রোসফটের শুরুর দিনগুলোতে প্রতি সপ্তাহান্তে প্রায় ৩ হাজার ৩৩৫ কিলোমিটার পাড়ি দিয়ে ইউনিভার্সিটি অব শিকাগোতে যেতেন এমবিএর ক্লাস করতে। ১৯৯৭ সালে এমবিএ শেষ করেন তিনি।

১৯৯৯ সালে প্রথম নির্বাহী পদে আসেন। সে সময় ক্ষুদ্র ব্যবসায়ের জন্য ওয়েব সেবা মাইক্রোসফট বিসেন্ট্রালের ভাইস প্রেসিডেন্ট পদে পদোন্নতি পান।

২০১৪ সালের ফেব্রুয়ারিতে নতুন সিইও হিসেবে সত্য নাদেলার ঘোষণা দেওয়া হয়। সে সময় আগের দুই সিইওর সমর্থন পেয়েছিলেন নাদেলা। প্রথম বছর নাদেলার বেতন-ভাতা নির্ধারণ করা হয় ৮ কোটি ৪০ লাখ ডলার।

প্রধান নির্বাহীর দায়িত্ব পেয়েই বেশ পরিবর্তন আনেন মাইক্রোসফটে। নাদেলার নেতৃত্বেই প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে অংশীদারত্বে যায় মাইক্রোসফট।

সাহস২৪.কম/ইতু

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত