মেসেঞ্জারের নতুন ফিচার ‘আনসেন্ড’

প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:৫০

সাহস ডেস্ক

মেসেঞ্জারে বার্তা পাঠানোর পর এখন তা মুছে ফেলার সুযোগ দিচ্ছে ফেসবুক। চালু করেছে ‘আনসেন্ড’ নামে নতুন একটি ফিচার। 

এ ফিচার ব্যবহার করে বার্তা পাঠানোর পর ১০ মিনিটের মধ্যে তা মুছে ফেলার সুযোগ পাবেন ব্যবহারকারী। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জ এ তথ্য জানিয়েছে।

২০১৮ সালে এপ্রিলে ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ নিরাপত্তার জন্য মেসেঞ্জারে পাঠানো কিছু পুরোনো বার্তা মুছে দেন। কিন্তু জাকারবার্গ তাঁর বার্তা মুছে ফেলার সুযোগ পেলেও সাধারণ ব্যবহারকারীদের এ সুবিধা ছিল না। অনেকেই ফেসবুকের বিরুদ্ধে বৈষম্যের অভিযোগ তোলেন। তখন ফেসবুকের পক্ষ থেকে ‘আনসেন্ড’ ফিচার তৈরির ইঙ্গিত দেওয়া হয়।

ফিচারটি হচ্ছে বার্তা পাঠানোর পর সে বার্তার ওপর চাপ দিলে দুটি অপশন দেখতে পাবেন। একটিতে সবার কাছ থেকে মুছে ফেলা ও আরেকটিতে শুধু নিজের জন্য মুছে ফেলার বিষয়টি দেখানো হবে। এখান থেকে প্রয়োজনীয় বিষয়টি নির্বাচন করে দিলে তা মুছে ফেলতে পারবেন।

ফেসবুক কর্তৃপক্ষ বলেন, মেসেঞ্জার ব্যবহারে আরও সুবিধা দিতে মেসেঞ্জার অ্যাপে আনসেন্ড ফিচার যুক্ত করা হবে।

সাহস২৪.কম/ইতু

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত