অ্যাপলের পক্ষ থেকে পুরস্কার পেতে পারে গ্রান্ট থম্পসন

প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:৫১

সাহস ডেস্ক

অ্যাপলের ফেসটাইমে ত্রুটি ধরিয়ে দেওয়ায় অ্যাপলের পক্ষ থেকে আর্থিক পুরস্কার পেতে পারেন ১৪ বছরের বালক গ্রান্ট থম্পসন।

৫ ফেব্রুয়ারি (মঙ্গলবার) আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

গত ১ ফেব্রুয়ারি (শুক্রবার) অ্যাপলের একজন উচ্চপদস্থ কর্মকর্তা থম্পসন ও তার পরিবারের সঙ্গে দেখা করেন।

এই সময় তিনি থম্পসনের পরিবারকে ধন্যবাদ দেন। কর্মকর্তা তাদের জানিয়েছেন, ‘থম্পসন অ্যাপলের বাগ বাউন্টি প্রোগ্রামের জন্য নির্বাচিত হতে পারেন।’

থম্পসনের মা মিশেল থম্পসন জানান, ‘তার ছেলে যদি কিছু পুরস্কার পায় তিনি তা ছেলের পড়াশোনার কাজে ব্যয় করবেন।’

জানা যায়, ফোর্টনাইট নামে একটি গেম খেলতে যেয়ে অ্যাপলের ফেসটাইমে ত্রুটি খুঁজে পায় ১৪ বছরের থম্পসন। এই ত্রুটির ফলে কল রিসিভ করার আগেই অপর ফেসটাইম ব্যবহারকারীর কথা শোনা যাচ্ছিল।

এই বিষয়টি জানানোর জন্য থম্পসন অ্যাপল কর্তৃপক্ষের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেন। সবশেষে টনক নড়ে অ্যাপল কর্তৃপক্ষের। পরবর্তী সময়ে নিজেদের এই ত্রুটির জন্য ক্ষমা চায় অ্যাপল কর্তৃপক্ষ এবং ত্রুটিটি সরিয়ে ফেলে।

সাহম২৪.কম/ইতু

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত