শুভ জন্মদিন ফেসবুক

প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:০৩

সাহস ডেস্ক

আজ ফেসবুকের শুভ জন্মদিন। ১৬ বছরে পা দিচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমের সবচেয়ে বড় প্লাটফর্ম ফেসবুক।

২০০৪ সালের আজকের এই দিনে মার্ক জাকারবার্গের হাত ধরে যাত্রা শুরু করে ফেসবুক।

হার্ভার্ড ইউনিভার্সিটির শিক্ষার্থীদের অনলাইনে এক জায়গায় আনার পরিকল্পনা থেকে ফেসবুকের যাত্রা শুরু হয়। ইউনিভার্সিটির ডরম রুমে ‘দ্য ফেসবুক’ নামে শুরু হওয়া সামাজিক যোগাযোগ মাধ্যমটির বর্তমান ব্যবহারকারীর সংখ্যা প্রায় ২৩২ কোটি।

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ম্যানলো পার্কে প্রতিষ্ঠানটির সদর দপ্তর অবস্থিত। ১৫ বছরের যাত্রা শেষে বর্তমানে প্রতিষ্ঠানটির বাজারমূল্য দাঁড়িয়েছে ৪৭২.৯৩ বিলিয়ন মার্কিন ডলার। গত বছর ফেসবুকের মোট মুনাফা ছিল ২২.১ বিলিয়ন ডলার, যা আগের বছরের তুলনায় ৩৯ শতাংশ বেশি।

ফেসবুকের অন্যতম প্রধান প্রকৌশলী অ্যান্ড্রিউ বসওয়ার্থ বলেন যে, প্রথমে ফেসবুকের যে লাইক বাটনটি রয়েছে, এটিকে অ্যাওসাম (awesome) বাটন হিসেবে চালু করার কথা হয়েছিল। কিন্তু পরবর্তীতে তা লাইক বাটন হিসেবেই সবার কাছে বেশী জনপ্রিয়তা লাভ করে।

ফেসবুক সমগ্র বিশ্বের ব্যবহারকারীদের প্রায় ৩০০ পেটাবাইট তথ্য ধারন করে আছে। আর এক পেটাবাইট হচ্ছে এক মিলিয়ন গিগাবাইটের সমান।

সমগ্র বিশ্বের মুঠোফোন প্রতিষ্ঠান গুলোর প্রায় ৪৬ শতাংশ ব্যবসা বৃদ্ধি ও প্রচারে সাহায্য করে ফেসবুক। 

২০১৮ সালে প্রতি মাসে অন্তত একবার নিজ ফেসবুক অ্যাকাউন্টে প্রবেশ করা মানুষের সংখ্যা ৯ শতাংশ বেড়েছে বলে সামাজিক মাধ্যমের জনপ্রিয় এই সংস্থাটি জানিয়েছে।

সাহস২৪.কম/ইতু

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত