ভুয়া অ্যাকাউন্ট ডিলিট করলো টুইটার

প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:০৬

সাহস ডেস্ক

বাংলাদেশসহ চারটি দেশের এক হাজারেরও বেশি ভুয়া অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার।

গত ৩১ জানুয়ারি (বৃহস্পতিবার) টুইটারের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

মার্কিন এবিসি বলেন, ‘নিরাপত্তার অংশ হিসেবে এসব অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে টুইটার।’

বাংলাদেশ ছাড়াও অপর ৩টি দেশ হলো- ইরান, রাশিয়া, ও ভেনেজুয়েলা। গত বছর অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে টুইটার ব্যবহারকারীরা নির্বাচনকেন্দ্রিক তৎপরতার তথ্যও প্রকাশ করেছে।

বাংলাদেশের কিছু অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছিল টুইটার। তখন তাদের পক্ষ থেকে বাংলাদেশের অ্যকাউন্টগুলো বন্ধ করা নিয়ে বলা হয়, ‘আমরা আমাদের ইন্ডাস্ট্রিবিষয়ক কর্মীদের সঙ্গে কাজ করার মাধ্যমে অল্প পরিমাণে কিছু অ্যাকাউন্ট চিহ্নিত করার পর বন্ধ করে দিয়েছি, যেগুলো বাংলাদেশ থেকে খোলা হয়েছে। এসব অ্যাকাউন্ট এমন প্লাটফর্ম হিসেবে ব্যবহৃত হতো যা কারচুপির সঙ্গে জড়িত।’

তবে বাংলাদেশ থেকে ঠিক কত টুইটার অ্যাকাউন্ট মুছে ফেলা হয়েছে, সে বিষয়ে সুনির্দিষ্ট করে কিছু জানা যায়নি। এছাড়াও ভেনেজুয়েলার এক হাজারের বেশি অ্যাকাউন্ট ও ইরানের ২ হাজার ৬১৭ অ্যাকাউন্ট শনাক্ত করে স্থগিত রাখা হয়। 

গত সেপ্টেম্বরে রাশিয়ান ইন্টারনেট রিসার্চ এজেন্সির (আইআরএ) সঙ্গে সংশ্লিষ্টতার কারণে ৩ হাজার ৮৪৩ অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে টুইটার। প্রায় একই অভিযোগে আরও ৪১৮ রাশিয়ান অ্যাকাউন্ট মুছে ফেলা হয়েছে।

সাহস২৪.কম/ইতু

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত