চাঁদ থেকে খনিজ সম্পদ আহরণের পরিকল্পনা

প্রকাশ : ২৫ জানুয়ারি ২০১৯, ১২:৫৫

সাহস ডেস্ক

ইউরোপিয়ান স্পেস এজেন্সি (ইসা) চাঁদের ভূপৃষ্ঠ থেকে খনিজ সম্পদ আহরণের পরিকল্পনা করছে।

জানা যায়, চাঁদের বুকে খননের পরিকল্পনা এগিয়ে নিতে রকেট নির্মাতা প্রতিষ্ঠান আরিয়ানে গ্রুপকে দায়িত্ব দিয়েছে ইসা। তাদের চাওয়া, আকরিক থেকে পানি ও অক্সিজেন আহরণ করা। যা থেকে মহাকাশে অধিকতর অনুসন্ধানমূলক অভিযান পরিচালনার জন্য প্রয়োজনীয় জ্বালানি ও অন্যান্য উপাদান পাওয়া যাবে।

আরিয়ানে আশা করছে, আরিয়ানে-৬ রকেটের ফোর-বুস্টার সংস্করণ আরিয়ানে-৬৪ চাঁদে অবতরণের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি বহনের ইউরোপিয়ান মিশন সফল করবে।

রকেট নির্মাণকারী প্রতিষ্ঠানটি জার্মান কোম্পানি পিটিসায়েন্টিস্টস এবং বেলজিয়ান কোম্পানি স্পেস অ্যাপ্লিকেশনস সার্ভিসের সাথেও কাজ করছে। জার্মান কোম্পানিটি চাঁদে অবতরণ যন্ত্র এবং বেলজিয়ান কোম্পানিটি ভূমি থেকে নিয়ন্ত্রণ এবং যোগাযোগ ও এ সংক্রান্ত অন্যান্য সেবা দেবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত