রি-টুইটের রেকর্ড ভেঙেছে মেইযাওয়ার

প্রকাশ | ১৫ জানুয়ারি ২০১৯, ১৪:১১

অনলাইন ডেস্ক

জাপানে অনলাইনে পোশাক বিক্রয়কারী প্রতিষ্ঠান জজোটাউনের মালিক ইউসাকু মেইযাওয়ার। ইতোমধ্যে বেশ সম্পদশালী হয়েছেন যে, এলন মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্সকে বড় অঙ্কের অর্থ দিয়েছেন। উদ্দেশ্য, পর্যটক হিসেবে চাঁদে যাওয়া।

জাপানি এই ধনকুবের এমনিতেই বেশ আলোচিত। তার ওপর নতুন আরেক কীর্তি গড়েছেন তিনি। তার টুইটে সবচেয়ে বেশি রি-টুইট হয়েছে। অর্থাৎ মেইযাওয়ার দেয়া টুইট বার্তা নিয়ে সবচেয়ে বেশি পাল্টা টুইট করা হয়েছে। ইতোমধ্যে ইতিহাসের সব রি-টুইটের রেকর্ড ভেঙে দিয়েছেন তিনি।

জানা যায়, মেইযাওয়া জাপানে প্রচলিত নতুন বছর উপলক্ষে শুভেচ্ছা কার্ড আকৃতির একটি টুইট করেন। ৫ জানুয়ারির এক টুইটে বলা হয় যারা তার টুইট অনুসরণ এবং রি-টুইট করবেন তাদের মধ্য থেকে ১০০ জনকে ৯ হাজার ২০০ ডলার করে দেবেন তিনি।

তিনি রি-টুইটের সময় বেঁধে দেন ৭ জানুয়ারি পর্যন্ত। আর এটাও বলেন, বিজয়ীদের সঙ্গে মেসেজের মাধ্যমে সরাসরি যোগাযোগ করবেন তিনি।

এমন ঘোষণার পর তার টুইটের ব্যাপকভাবে রি-টুইট হতে থাকে। এখন পর্যন্ত মেইযাওয়ার টুইটের ৩৮ লাখ বারেরও বেশি রি-টুইট হয়েছে। আর এতেই আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছেন তিনি।