লেনোভো নতুন স্মার্ট অ্যালার্ম ক্লক

প্রকাশ : ১২ জানুয়ারি ২০১৯, ১৬:২৩

সাহস ডেস্ক

কনজুমার ইলেকট্রনিক শোতে (সিইএস) লেনোভো নতুন একটি স্মার্টহোম পণ্যের উন্মোচন করেছে।

এটি একটি স্মার্ট অ্যালার্ম ক্লক, যার মধ্যে আছে বিল্ট ইন স্পিকার ও গুগল অ্যাসিস্ট্যান্ট ফিচার। ভয়েস কমান্ডের মাধ্যমে টিভি চালু করা বা আবহাওয়ার বার্তা পাওয়া যাবে।

এতে আছে ৪ ইঞ্চি টাচ স্ক্রিন ডিসপ্লে, যার রেজুলেশন ৪০০x৮০০ পিক্সেল, উপরে আছে ভলিউম বাড়ানো-কমানোর বাটন। তবে এতে কোনো বিল্টইন ক্যামেরা নেই।

ছোট আকারের হওয়ায় অতি সহজেই এটি এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যাবে। ডিভাইসটির পেছন দিকটা ধূসর রঙের কাপড় দিয়ে মোড়ানো, সেখানেই রয়েছে এলজির লোগো।

এর দাম ধরা হয়েছে ৮০ ডলার বাংলাদেশী টাকায় ৬ হাজার ৭২০ টাকা। আগামী কয়েক মাসের মধ্যেই স্মার্ট ক্লকটি বাজারে ছাড়া হবে। লাস ভেগাসে আয়োজিত কনজুমার ইলেকট্রনিক শোতে (সিইএস) এবার অংশ নিয়েছে প্রায় চার হাজার চারশ’টি প্রতিষ্ঠান।

এর মধ্যে বেশিরভাগই স্টার্টআপ কোম্পানি। ৩০ লাখ স্কয়ার ফুটের হল রুমে চলছে এ প্রদর্শনী। এতে অংশ নিচ্ছেন প্রায় এক লাখ ৫০ হাজার দর্শনার্থী।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত