পুনরায় আইপিটিভি উন্মুক্ত করেছে বিটিএনসি

প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০১৮, ১৮:০৯

সাহস ডেস্ক

দুই বছর ধরে দেশে আইপিটিভি বা ইন্টারনেট টিভি এবং ভিডিও অন ডিমান্ড সেবা বন্ধ থাকার পর আবারও সেটি উন্মুক্ত করে দেয়া হয়েছে।

গত ১৩ ডিসেম্বর (বৃহস্পতিবার) পুনরায় আইপিটিভি উন্মুক্ত করে দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিএনসি)।

একই সঙ্গে স্ট্রিমিং সেবা চালুরও সিদ্ধান্ত নিয়েছে বিটিএনসি। সম্প্রতি এক কমিশন সভায় আগের বন্ধ সেবা দুটির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়া এবং নতুন সেবাটি চালুর সিদ্ধান্ত হয়।

তবে এসব সেবা চালুর আগে নিয়ন্ত্রক সংস্থার কাছ থেকে অনুমোদন নিতে হবে বলেও আইএসপি এবং ইন্টারনেট গেটওয়েদের কাছে পাঠানো এক চিঠিতে বলা হয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, আইপিটিভি এবং ভিডিও অন ডিমান্ড সেবা সময়ের দাবি মেনেই বাংলাদেশে শুরু হয়েছিল। অনেক গ্রাহক সেবা দুটি নিচ্ছিলেনও। কিন্তু ২০১৬ সালের অক্টোবরে কোনো রকম কারণ না দেখিয়েই বিটিআরসি সেবা দুটি বন্ধ করে দেয়।

সাম্প্রতিক সময় অনেক আইপিটিভি চালুর আগ্রহীরা বিটিআরসির সঙ্গে যোগাযোগ করতে শুরু করলে তারা সেটি চালুর উদ্যোগ নেয় বলে জানা গেছে।

সেবা দুটি চালুর ক্ষেত্রে আগ্রহী আইএসপিরা বলছেন, এর ফলে দেশের বিনোদন খাতে একটা বড় ধরনের পরিবর্তন আসবে। নিয়মিত টেলিভিশন দেখার হার কমলেও অনলাইনে টেলিভিশন দেখার দর্শক বাড়বে বলে তারা ধারণা করছেন।

আগামী দুই তিন বছরের মধ্যে দেশে অন্তত পাঁচ লাখ আইপিটিভির দর্শক হবে।

তাছাড়া ভিডিও অন ডিমান্ড সেবা নেয়া গ্রাহকের সংখ্যাও কয়েক লাখ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত