নজরদারিতে থাকবে সোশ্যাল মিডিয়া

প্রকাশ : ২৬ নভেম্বর ২০১৮, ১৮:২৩

নির্বাচন উপলক্ষে সব সোশ্যাল মিডিয়া মনিটর হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দিন আহমেদ। তিনি বলেন, সোশ্যাল মিডিয়া বন্ধ করা যায় না। যারা এটি ব্যবহার করে গুজব ছড়াবে, তাদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সোমবার (২৬ নভেম্বর) বিটিআরসি মোবাইল অপারেটরসহ সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠকের পর নির্বাচন কমিশন সচিব এসব তথ্য জানান। বিটিআরসি, এমটিআরসি, এমটিএমসি, সাইবার ক্রাইম ইউনিটসহ সরকারের সংশ্লিষ্টরা এ বিষয়টি মনিটর করবে বলেও জানান তিনি।

তিনি বলেন, ‘সোশ্যাল মিডিয়া ব্যবহার করে প্রোপাগান্ডা ছড়িয়ে কেউ যাতে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ বা বানচাল করতে না পারে সেজন্য সংশ্লিষ্টরা চব্বিশ ঘণ্টা মনিটর করবে। অধিকাংশ ফেসবুক আইডি নজরদারিতে থাকবে। কেউ প্রোপাগান্ডা ছড়ালে তাকে চিহ্নিত করে ইসির সম্মতিতে বিদ্যমান আইনে ব্যবস্থা নেওয়া হবে। এক্ষেত্রে ডিজিটাল আইন, আইসিটি অ্যাক্টসহ যেসব আইন রয়েছে তার আলোকেই ব্যবস্থা নেওয়া হবে।’

বিটিআরসিসহ সংশ্লিষ্ট দফতর নির্বাচনকালীন সময় ইসির সঙ্গে সংযুক্ত থাকবে বলেও জানান তিনি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত