অন্যান্য দেশেও চালু হবে গুগল পে

প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০১৮, ১২:১৮

সাহস ডেস্ক

কিউআর কোডভিত্তিক অনলাইন পেমেন্ট সেবা তেজ ভারতে চালু করেছিল গুগল। পরে এর নাম বদলে গুগল পে রাখা হয়। গুগল এখন তাদের এ সেবা ভারতের পাশাপাশি অন্যান্য দেশেও চালু করার কথা ভাবছে। তবে কোন কোন দেশে এ সেবা চালু হবে, তা জানায়নি গুগল।

ভারতের গ্যাজেটস নাউয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। পিয়ার-টু-পিয়ার পেমেন্টসের ক্ষেত্রে কিউআর কোডভিত্তিক সেবা জনপ্রিয় হচ্ছে। এ সুযোগ কাজে লাগাতে চাইছে গুগল।

ভারতে অধিকাংশ ডিজিটাল ওয়ালেট ও ডিজিটাল পেমেন্ট সেবা কিউআর কোড সমর্থন করে। গুগল সম্প্রতি ভারতের কয়েকটি ব্যাংকের সঙ্গে কাজ করার ঘোষণা দিয়েছে। এতে গুগল পে ব্যবহার করে ব্যাংক থেকে ঋণ নিতে পারবেন ব্যবহারকারীরা। গুগল পেতে ঋণের নির্দিষ্ট সীমা থাকবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত