কারিগরি ত্রুটির কারণে থ্রিজি-ফোরজি ইন্টারনেট বিভ্রাট

প্রকাশ | ০৫ আগস্ট ২০১৮, ১৪:১৭ | আপডেট: ০৫ আগস্ট ২০১৮, ১৪:৩৬

অনলাইন ডেস্ক

কারিগরি ত্রুটির কারণে সারা দেশে থ্রিজি-ফোরজি মোবাইল ইন্টারনেট বিভ্রাট দেখা দিয়েছে বলে দাবি করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

রবিবার (০৫ আগস্ট) বিটিআরসি’র সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া উইং) জাকির হোসেন খাঁন বলেন, কারিগরি ত্রুটির কারণে সারা দেশে মোবাইল ইন্টারনেটে সমস্যা দেখা দিয়েছে। কর্তৃপক্ষ গ্রাহকদের এ সমস্যা সমাধানে কাজ করছে।

আগের দিন একটি ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে (আইআইজি) প্রতিষ্ঠানের একজন কর্মকর্তা নাম না প্রকাশ করে জানিয়েছেলেন, মোবাইলে থ্রিজি এবং ফোরজি ইন্টারনেটে সমস্যা হচ্ছে। তবে ব্রডব্যান্ড ইন্টারনেটে কোনো সমস্যা নেই। মোবাইল ইন্টারনেট বন্ধ থাকায় মোবাইল অ্যাপস ভিত্তিক সেবাগুলো ব্যবহার করতে পারছেন না মানুষ।