২০১৭ তে আইফোনের উৎপাদন কমবে

প্রকাশ | ০২ জানুয়ারি ২০১৭, ২২:০৯

অনলাইন ডেস্ক

অ্যাপলের আইফোনের খ্যাতি বিশ্বজুড়ে স্বীকৃত। তারপরও প্রতিষ্ঠানটি তাদের স্মার্টফোন উৎপাদন কমাতে যাচ্ছে। 

নতুন বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত তারা এ কার্যক্রম চালাবে। জানা যায়,এই তিন মাসে আইফোনের উৎপাদন ১০ শতাংশ কমিয়ে আনবে অ্যাপল। জাপানি দৈনিক নিক্কেইয়ের এক প্রতিবেদনে এমনটাই জানানো হয়।

দৈনিকটির বরাত দিয়ে ইন্ডিপেনডেন্ট জানায়, সরবরাহকারীদের তথ্য হিসাব করেই এই প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। উৎপাদন কমানোর ঘটনা এটাই প্রথম নয়। এর আগেও অবশ্য আইফোন উৎপাদন কমিয়েছিল প্রতিষ্ঠানটি। সে সময় ২০১৬ সালের জানুয়ারি থেকে মার্চ মাসে ৩০ শতাংশ কমানো হয়। ফলে বছরজুড়ে আইফোন বিক্রি কমে যায়।

আইফোন বিক্রির হার কমলেও ওই বছরই শত কোটি আইফোন বিক্রির মাইলফলক ছুঁয়েছে অ্যাপল। তবে সবকিছু মিলিয়ে অ্যাপলের শেয়ার মূল্য আগের চেয়ে কিছুটা কমেছে।

সূত্র: ইন্ডিপেনডেন্ট