x

এইমাত্র

  •  জাতীয়: ইসির আমন্ত্রণে সংলাপে যাবে না বিএনপি; বিষয়টি নিয়ে আমাদের অবস্থান খুবই পরিষ্কার; বলেছেন মির্জা ফখরুল।
  •  ইন্টারপোলের রেড নোটিশে নাম উঠেছে আলোচিত সোনা ব্যবসায়ী আরাভ খানের; তালিকায় ৬৩তম বাংলাদেশি তিনি।
  •  দেশবাংলা: মাগুরায় ট্রাক-কাভার্ডভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ২। <> জাবিতে ছাত্রলীগ নেতাকে হামলার ঘটনায় পাঁচ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয়ের ডিসিপ্লিনারি বোর্ড।
  •  আন্তর্জাতিক: ব্রাজিলের রিও ডি জেনিরোতে পুলিশ-অপরাধী সংঘর্ষে নিহত অন্তত ১৩ জন।
  •  ভারতের প্রধানমন্ত্রীর 'মোদি' পদবি তুলে আপত্তিকর মন্তব্যের দায়ে দুই বছর কারাদণ্ডপ্রাপ্ত রাহুল গান্ধীর সংসদ পদ বাতিল করেছেন লোকসভার স্পিকার ওম বিড়লা।

লক্ষ্মীপুরে সুন্নি ইজতেমার আখেরি মোনাজাত অনুষ্ঠিত

প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৩, ১৮:২০

দেশবাসী ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে লক্ষ্মীপুর সাইফিয়া দরবার শরীফের ৩দিন ব্যাপী সুন্নি ইজতেমার আখেরি মোনাজাত শেষ হয়েছে। শনিবার (২৮ জানুয়ারি) দুপুরে হাজার হাজার মুসল্লীর আমিন আমিন ধ্বনিতে সাইফিয়া দরবার শরীফে এ মোনাজাত সম্পন্ন হয়। এর আগে দরবার শরীফের পীরে কামেল মুজতামিউস সুন্নি শাহসূফী মূর্শিদে হক লক্ষ্মীপুরী মাওলানা মোহাম্মদ আতায়ে রাব্বী সিদ্দিকী আলকাদেরী আলচিশতি (মাঃ জিঃ আঃ) এক গুরুত্বপূর্ণ হেদায়েতী করেন এবং আখেরি মোনাজাত পরিচালনা করেন। এ সময় হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লী এবং লক্ষ্মীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু ইউসুফ চৈয়ালসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সাহস২৪.কম/এমআই/এএম.

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত