আরও এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

প্রকাশ : ১৭ জুন ২০২২, ১৭:০৬

সাহস ডেস্ক

সৌদি আরবে হজ করতে যাওয়া আরও এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। তার নাম নুরুল আমিন (৬৪)। তিনি নোয়াখালীর বেগমগঞ্জের বাসিন্দা ছিলেন। বৃহস্পতিবার (১৬ জুন) ধর্ম মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা-সংক্রান্ত পোর্টালে এ তথ্য জানানো হয়। এতে উল্লেখ করা হয়, নুরুল আমিনের পাসপোর্ট নম্বর ‘ইএফ০৭৫৮০০৬’। তিনি গত ১৬ জুন সৌদি আরবে মারা যান। তার মৃত্যুর কারণ প্রাথমিকভাবে জানা যায়নি। এবারের হজ মৌসুমে তিনি দ্বিতীয় বাংলাদেশি, যিনি সৌদি আরবে গিয়ে মারা গেলেন।

এর আগে শনিবার (১১ জুন) সৌদি আরবে মৃত্যু হয় ৫৯ বছর বয়সী মো. জাহাঙ্গীর কবির নামের আরেক বাংলাদেশি হজযাত্রীর। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা ছিলেন।

চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৫৭ হাজার ৫৮৫ জন পবিত্র হজ পালনের সুযোগ পাচ্ছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৪ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৫৩ হাজার ৫৮৫ জন মুসল্লি হজে যেতে পারবেন। ৫ জুন বাংলাদেশ থেকে হজ ফ্লাইট শুরু হয়। ঢাকা থেকে শেষ হজ ফ্লাইট ছেড়ে যাবে ৪ জুলাই।

সাহস২৪.কম/এআর/এসকে.

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত