গত বছরের মতো এবারও সুরক্ষানীতি মেনে হবে তারাবির নামাজ

প্রকাশ | ১২ এপ্রিল ২০২১, ১৩:৩২ | আপডেট: ১২ এপ্রিল ২০২১, ১৮:১৯

অনলাইন ডেস্ক

করোনা সংক্রমণের কারণে এবারও গতবছরের মতো সুরক্ষানীতি মেনেই নামাজ আদায়ে উৎসাহিত করবে সরকার। এ বিষয়ে ধর্ম মন্ত্রণালয়ে আলোচনা চলছে। ধর্ম মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশনসূত্রে এসব তথ্য জানা গেছে।

মঙ্গলবার (১৩ এপ্রিল) এ বিষয়ে নির্দেশনা জারি করা হবে।

এদিকে আজ বুধবার (১৪ এপ্রিল) থেকে ২০ এপ্রিল সময়ে অতি জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাওয়াতে নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার। এই সময়ে কী করা যাবে এবং কী করা যাবে না, তা উল্লেখ করা হয়েছে প্রজ্ঞাপনে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্বাস্থ্যবিধি অনুসরণ করে জুমা ও তারাবির নামাজে জমায়েত বিষয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় নির্দেশনা জারি করবে।