অবৈধভাবে হজ্বে প্রবেশচেষ্টায় গ্রেপ্তার ২৪৪

প্রকাশ : ২৯ জুলাই ২০২০, ১৮:৪৪

সাহস ডেস্ক

ব্যাপক কড়া নিরাপত্তার মধ্য দিয়ে শুরু হয়েছে হজ্বের মূল কার্যক্রম। ইতোমধ্যেই পূর্বনির্ধারিত এক হাজার হাজ্বি মিনায় পৌঁছেছেন। তবে বিনা অনুমতিতে প্রবেশচেষ্টার অভিযোগে অন্তত ২৪৪ জনকে গ্রেপ্তার করেছে সৌদির নিরাপত্তাবাহিনী।

তারা অবৈধভাবে হজ্ব পালন করতে গেছেন বলে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে।

সৌদি নিরাপত্তা বাহিনীর এক মুখপাত্র বলেন, বিধিনিষেধ কার্যকর এবং নিয়ম লঙ্ঘনকারীদের ধরতে নিরাপত্তাবাহিনীর সদস্যরা পবিত্র স্থানগুলোর আশপাশে কঠোর সুরক্ষা বলয় তৈরি করেছে। এসময় নিয়ম ভেঙে পবিত্র হজ্ব স্থাপনায় প্রবেশের চেষ্টা থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানান এ কর্মকর্তা।

এবার কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কেবল সৌদিতে অবস্থান করা এক হাজার মুসল্লিদের নিয়ে আজ বুধবার (২৯ জুলাই) হজ্বের আনুষ্ঠানিকতা শুরু হয়।

পবিত্র কাবা শরিফ থেকে সাত কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত মিনায় হজ্বের ওই আনুষ্ঠানিকতা শুরু করেন। সেখানে ২৫ হাজার মানুষের জন্য তাঁবু টাঙানো হলেও এ বছর করোনাভাইরাসের কারণে বাইরের দেশ থেকে কাউকে হজ্বে আসার অনুমতি দেয়া হয়নি। এ কারণে অন্য দেশ থেকে আসা পর্যটকরা হজ্বে অংশ নিতে এলেই গ্রেপ্তার করা হচ্ছে।

সূত্র: আরব নিউজ ও এসপিএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত