চাঁদ দেখা যায়নি, ১ আগস্ট পবিত্র ঈদুল আজহা

প্রকাশ : ২১ জুলাই ২০২০, ২০:৪১

সাহস ডেস্ক

বাংলাদেশের কোথাও জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি। ফলে বাংলাদেশে আগামী ১ আগস্ট পবিত্র ঈদুল আজহা পালিত হবে।

মঙ্গলবার (২১ জুলাই) সন্ধ্যায় পবিত্র ঈদুল আজহার তারিখ নির্ধারণ করতে আয়োজিত এক বৈঠক শেষে এ ঘোষণা দিয়েছে জাতীয় চাঁদ দেখা কমিটি।

এদিকে, বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি। চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে সন্ধ্যা সোয়া ৭ টায় (বাদ মাগরিব) বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব সাহানে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. নূরুল ইসলাম।  সভা শেষে তিনি এ ঘোষণা দেন।

হিজরি বর্ষপঞ্জির ১২তম ও শেষ মাস জিলহজ। জিলহজ মাসের ১০ তারিখে ইসলাম ধর্মাবলম্বীরা ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপন করে থাকেন। কোভিড-১৯ (করোনাভাইরাস) মহামারির মধ্যে এবার এই উৎসব উদযাপিত হবে।

সোমবার জিলহজ মাসের চাঁদ দেখা না যাওয়ায় সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আগামী ৩১ জুলাই ঈদুল আজহা উদযাপিত হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত