শেখ হাসিনাকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ভূটানের প্রধানমন্ত্রী

প্রকাশ : ২৪ মে ২০২০, ১৩:৫৩

সাহস ডেস্ক

আগামীকাল পবিত্র ঈদুল ফিতর। মুসলিম উম্মাহর বৃহত্তম ধর্মীয় উৎসব এই পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গতকাল রাতে ভূটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং টেলিফোনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়েছেন।

২৩ মে (শনিবার) রাত ৭টা ৫৫ মিনিটে টেলিফোনে প্রধানমন্ত্রী হাসিনা এবং বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ভূটানের প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, ‘ভূটানের প্রধানমন্ত্রী আজ রাত ৭টা ৫৫ মিনিটে টেলিফোন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশের জনগণকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান।’

তিনি বলেন, ‘প্রায় ১৫ মিনিটের আলাপে শেখ হাসিনাও ভূটানের প্রধানমন্ত্রী এবং সেদেশের জনগণকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন।’

প্রেস সচিব বলেন, ‘ভূটানের প্রধানমন্ত্রী সুপার সাইক্লোন আম্পানে ক্ষয়-ক্ষতির খোঁজ খবর নেন এবং প্রাণহানিতে সমবেদনা জানান।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা টেলিফোন করা এবং আম্পানে ক্ষয়-ক্ষতিতে সমবেদনা প্রকাশ করায় তাঁকে ধন্যবাদ জানান।’

প্রেস সচিব আরো বলেন, ‘দুই নেতার আলোচনায় চলমান করোনাভাইরাস পরিস্থিতও স্থান পায়।’

সূত্র: বাসস

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত