ঢাকায় আজ ইফতার ৬.৩৪, সেহরি শেষ ৩.৫১

প্রকাশ : ০৭ মে ২০১৯, ১২:১৬

সাহস ডেস্ক

আজ মঙ্গলবার থেকে শুরু হয়েছে বাংলাদেশে ধর্মপ্রাণ মুসলিমদের সিয়াম সাধনার মাস পবিত্র মাহে রামাজান। সারাদিন পানাহার থেকে বিরত থাকার পর সন্ধ্যায় ইফতার গ্রহণ করবেন রোজাদাররা।

ইসলামিক ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী,আজ ঢাকায় প্রথম রোজায় ইফতারের সময়সূচি নির্ধারণ করা হয়েছে সন্ধ্যা ৬টা ৩৪ মিনিটে।

আর দ্বিতীয় রোজার জন্য সেহরির শেষ সময় হবে রাত ৩টা ৫১ মিনিট। প্রথম রোজার জন্য আজ এই সময় ছিল ৩টা ৫২ মিনিট পর্যন্ত। এর ৬ মিনিট পর ফজরের নামাজের ওয়াক্ত শুরু হয়।

রমজান উপলক্ষে গতকাল সোমবার রাত থেকেই শুরু হয় তারাবীহ নামাজ। রাতের প্রথমভাগে তারাবীহ নামাজ আর শেষ ভাগে সেহরি শুরু হয়।

ইসলামিক ফাউন্ডেশন বলছে, সেহরির শেষ সময় সতর্কতামূলকভাবে সুবহি সাদিকের ৩ মিনিট পূর্বে ধরা হয়েছে। আর ফজরের ওয়াক্ত শুরু সুবহি সাদিকের ৩ মিনিট পর রাখা হয়েছে।

এছাড়া সতর্কতামূলকভাবে ৩ মিনিট বাড়িয়ে ইফতারের সময় নির্ধারণ করা হয়েছে।

তবে দূরত্ব অনুযায়ী ঢাকার সময়ের সঙ্গে সর্বোচ্চ ১১ মিনিট পর্যন্ত যোগ করে ও ১০ মিনিট পর্যন্ত বিয়োগ করে দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ সেহরি ও ইফতার করবেন।

আজ রাজশাহী ও রংপুরে ইফতার হবে ঢাকার সঙ্গে ৭ মিনিট যোগ করে; পঞ্চগড়ে ১১ মিনিট যোগ করে।

তবে খুলনায় ১ মিনিট বিয়োগ করে; বরিশালে ২ মিনিট; কুমিল্লায় ৪ মিনিট ও চট্টগ্রামে ৯ মিনিট বিয়োগ করে ইফতার গ্রহণ করতে হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত