ইজতেমায় দ্বিতীয় পর্বেও মুসল্লিদের ঢল

প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০১৯, ১১:৫২

সাহস ডেস্ক

টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিন আজ। এতে অংশ নিয়েছেন মাওলানা সা’দের অনুসারীরাসহ সাধারণ মুসল্লিরা। ইজতেমা ময়দানে প্রথম পর্বের মতোই মুসল্লিদের ঢল নেমেছে।

দোয়ায় অংশ নেন দিল্লির মারকাজের মুরব্বি মুরসালিন; আর বাংলা তরজমা করেন কাকরাইল মসজিদের তাবলিগ জামাতের শুরা সদস্য শেখ আব্দুল্লাহ মনসুর।

দ্বিতীয় পর্বে অংশ নেয়া মো. ইসমাইল হোসেন (৬০) নামে এক মুসল্লির মৃত্যু হয়েছে। রবিবার দিবাগত রাত ১টার দিকে বার্ধক্যজনিত রোগে তিনি খিত্তায় অসুস্থ হয়ে পড়েন। ওই মুসল্লিকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

এদিকে জানানো হয়, আগামীকাল মঙ্গলবার সকালে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ইজতেমার কার্যক্রম শেষ করবেন মাওলানা সাদপন্থীরা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত