মানবজাতির জন্য নবীজির ১০টি বিশেষ উপদেশ

প্রকাশ : ২১ নভেম্বর ২০১৮, ১৪:২৯

সাহস ডেস্ক

নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন বিশ্ববাসীর রহমতস্বরূপ। আজীবন মানুষের কল্যাণ কামনা করেছেন তিনি। তার কথা ও কাজে উম্মতের চিন্তা ফুটে উঠত সহজভাবে। তার বর্ণিত হাদিসগুলো কেয়ামত পর্যন্ত উম্মতকে পথের দিশা দেখিয়ে যাচ্ছে। নবীজি (সা.) এর বিশাল হাদিসম্ভার থেকে নেওয়া ১০টি বিশেষ উপদেশ তুলে ধরা হলো।

১. যদি পরিপূর্ণ ঈমানদার হতে চাও তবে উত্তম চরিত্র অর্জন করো।

২. যদি সবচেয়ে বড় আলেম বা জ্ঞানী হতে চাও তবে তাকওয়া (আল্লাহভীতি) অর্জন করো।

৩. যদি সবচেয়ে বেশি সম্মান পেতে চাও তবে মানুষের কাছে হাত পাতা (অন্যের ওপর ভরসা করা, ভিক্ষা করা) বন্ধ করে দাও।

৪. যদি আল্লাহর কাছে বিশেষ সম্মান পেতে চাও তবে অধিক পরিমাণে আল্লাহর জিকির করো।

৫. যদি রিজিকের প্রশস্ততা চাও তবে সর্বদা অজুর সঙ্গে থাকার চেষ্টা করো।

৬. যদি সব দোয়া কবুল হওয়ার আশা রাখ তবে অবশ্যই হারাম থেকে বেঁচে থাকো।

৭. যদি কেয়ামতের দিন আল্লাহর দরবারে গোনাহমুক্ত উঠতে চাও তবে সহবাসের পর দ্রুত পবিত্র হয়ে যাও।

৮. যদি কেয়ামতের দিন আল্লাহর নূর নিয়ে উঠতে চাও তবে মানুষের ওপর জুলুম করা ছেড়ে দাও।

৯. যদি জাহান্নামের আগুন নেভাতে চাও তবে দুনিয়ার বিপদাপদে ধৈর্য ধরো।

১০. যদি আল্লাহর রাগ বা গোস্বা থেকে বাঁচতে চাও তবে গোপনে সদকা করো, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলো এবং মানুষের ওপর রাগ করা ছেড়ে দাও।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত