ইজতেমার মোনজাতে নারী মুসল্লিরা অংশ নিয়েছেন

প্রকাশ | ১৫ জানুয়ারি ২০১৭, ১২:০৮

অনলাইন ডেস্ক

ইজতেমার প্রথম ধাপের আখেরি মোনাজাতে অংশ নিতে পুরুষদের পাশাপাশি তুরাগ পাড়ে হাজির হয়েছেন নারী মুসল্লিরা। 

রবিবার (১৫ জানুয়ারি) ভোর থেকে বিভিন্ন পরিবহনযোগে নারীরা ও পায়ে হেটে বিশ্ব ইজতেমায় পৌছান তাঁরা।  

শতশত নারী মুসল্লি ইজতেমা ময়দানের আশেপাশে শিল্পকারখানা, বাসা-বাড়ি, মার্কেট ও বিভিন্ন ভবনের ছাদে ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কসহ আশপাশের অলিগলিতে অবস্থান নিয়েছেন। ইজতেমায় আসা লাখ লাখ মুসল্লির সঙ্গে তাঁরাও  আল্লাহর দরবারে হাত তুলেন। 

শুক্রবার (১৩ জানুয়ারি) ফজরের নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় বিশ্ব ইজতেমার প্রথম পর্ব।