চলে গেলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের প্রাক্তন অধ্যাপক শিশিরকুমার ভট্টাচার্য

প্রকাশ : ১০ জুলাই ২০২০, ১৩:২৫

বিধান চন্দ্র পাল

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের প্রাক্তন অধ্যাপক শিশিরকুমার ভট্টাচার্য আজ সকাল ৯:৩০টায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮০ বছর। 

প্রসঙ্গত ১৯৪০ সালের ১৩ ফেব্রুয়ারি তিনি বরিশালে জন্মগ্রহণ করেন। পড়াশোনা খুলনা, ঢাকা, রাজশাহী ও ইংল্যান্ডে। পিএইচডি করেছেন জ্যোতিঃপদার্থবিজ্ঞানে, লন্ডন বিশ্ববিদ্যালয়ের কুইন মেরি কলেজ থেকে। তাঁর গবেষণার বিষয় গ্রহ-নক্ষত্রের সৃষ্টি ও বিবর্তন। এ পর্যন্ত দশটির বেশি বই প্রকাশ হয়েছে তাঁর। তাঁর রচিত উল্লেখযোগ্য বই - মানুষ ও মহাবিশ্ব, মহাজাগতিক মহাকাব্য, কালের প্রকৃতি এবং অন্যান্য, সৌরজগৎ: সৃষ্টি ও নানা প্রসঙ্গ, ব্ল্যাক হোল, A text Book of Spherical Astronomy।

গত ডিসেম্বরে বাংলা একাডেমি পরিচালিত মেহের কবীর বিজ্ঞান সাহিত্য পুরস্কার-২০১৯ অর্জন করেন তিনি। সাম্প্রতিক সময়ে স্টিফেন হকিং-এর উপর লিখছিলেন। উনি দুই পুত্র এবং স্ত্রীকে রেখে গেছেন। তাঁর অভাব পূরণ হবার নয়, আমরা গভীরভাবে শোক প্রকাশ করছি। একইসাথে তাঁর পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত