চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ৩ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

প্রকাশ : ১১ মার্চ ২০১৯, ১৭:৩১

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজনে চাঁপাইনবাবগঞ্জের জেলা ও উপজেলা পর্যায়ে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকের ৩ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে।

সোমবার (১১ মার্চ) সকালে শহরের জেলা পরিষদ ও নবাবগঞ্জ সরকারি কলেজ মিলনায়তনে শুরু হওয়া ‘অনুসন্ধানমূলক’ ও ‘বুনিয়াদি’ প্রশিক্ষণে ৩৫ জন করে ৭০ জন সাংবাদিক অংশ নিচ্ছেন।

কর্মরত সাংবাদিকদের মানসম্মত প্রতিবেদন তৈরীতে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সহযোগিতায় প্রশিক্ষণে রিসোর্স পার্সন হিসেবে রয়েছেন নিউইয়র্ক টাইমস এর স্ট্রিংগার জুলফিকার আলী মানিক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. প্রদীপ কুমার পান্ডে, এটিএন বাংলা এর প্রধান বার্তা সম্পাদক মানস ঘোষ।

পিআইবি সমন্বয়কারী হিসেবে রয়েছেন প্রতিবেদক জিলহাজ উদ্দিন নিপুন। চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের পক্ষে কোর্স সমন্বয় করছেন সাধারণ সম্পাদক শহীদুল হুদা অলক।

প্রশিক্ষণ সমাপনীতে উপস্থিত থাকবেন পিআইবি পরিচালক (যুগ্ম সচিব) ইলিয়াস ভূঁইয়া।

সাহস২৪.কম/রিয়াজ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত