আপনারা কি আদৌ মানুষ?

প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:১৮

ব্যারিস্টার রাজ্জাক পদত্যাগ করেছেন। তিনি ছিলেন দেশের যুদ্ধাপরাধী'দের প্রধান আইনজীবী।

তিনি তার পদত্যাগ পত্রে লিখেছেন

-জামাত ৭১ এ তার কার্যক্রমে’র জন্য এখনও ক্ষমা চায়'নি। ৭১ এ তৎকালীন নেতাদের ক্ষতিকর ভুমিকা জাতির সামনে তুলে ধরে দলটি’র উচিত ক্ষমা চাওয়। কিন্তু দলের নীতি নির্ধারক'রা সেটা মানতে রাজি না হয়ায় আমি এই দল থেকে পদত্যাগ করলাম।

ব্যারিস্টার রাজ্জাক, আপনি যদি এই যুদ্ধাপরাধী'দের অপরাধ সম্পর্কে জানতেন’ই এবং সেটা নিজে ধারণও করতেন, তাহলে কেন এতো দিন তাদের পক্ষে মামলা চালিয়ে গেলেন?

আমাদের শত সহযোদ্ধা’র রক্তের উপর দাঁড়িয়ে এখন আপনি এই সব বলছেন।

আপনারা কি আদৌ মানুষ?

এই একবিংশ শতাব্দী'তে এসে আপনারা কতো রকম গুজব ছড়িয়ে আমাদের সহযোদ্ধাদের হত্যা করেছেন।

কতো বন্ধু-সহযোদ্ধা’র নাম এই মুহূর্তে মনে আসছে।

আপনারা কি আদৌ মানুষ?

এরপরও ক্ষমা করে দিলাম।

কারণ আপনি ভুল বুঝতে পেরেছেন।

জানি না আপনার উদ্দেশ্য কি!

হয়ত দেশে ফিরতে চান কিংবা অন্য কিছু!

ভুল যেহেতু স্বীকার করেছেন এবার জাতির সামনে এসে আপনি নিজে অন্তত ক্ষমা চান।

৩০ লাখ মানুষ হত্যা করে আপনার দল আর দলটির পৃষ্ঠপোষক পাকিস্তান এখনও ক্ষমা চায়’নি।

আপনারা ক্ষমা চাইতে না’ই পারেন।

তবে আমরা ক্ষমা করতে জানি।

দিলাম ক্ষমা করে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত