‘দেশে একটি সুষ্ঠু ও সংঘাতহীন নির্বাচন অনুষ্ঠিত হোক’

প্রকাশ | ০২ ডিসেম্বর ২০১৮, ১৪:১৭ | আপডেট: ০২ ডিসেম্বর ২০১৮, ১৬:২৪

অনলাইন ডেস্ক

‘সামনেই জাতীয় নির্বাচন। সব দলই নির্বাচনে এসেছে। বিভিন্ন ধরনের ঐক্য দেখা যাচ্ছে। এরই মধ্যে দেশে একটি সুষ্ঠু ও সংঘাতহীন নির্বাচন অনুষ্ঠিত হোক।’

‘প্রত্যেকটি দলের কাছে চাইব, বাংলাদেশের যে অর্থনৈতিক প্রবৃদ্ধি সেটি ঠিক থাকুক। সংঘাত এড়িয়ে গেলে নির্বাচন নিয়ে আমরাও গর্ব করতে পারব।’

‘সবকিছুই আমার কাছে ইতিবাচক মনে হচ্ছে। কিন্তু শুধু অর্থনীতি দিয়ে একটি জাতি এগোতে পারবে না। তাই পাশাপাশি শিক্ষা, সংস্কৃতি এগুলোকে গুরুত্ব দেয়া হোক। সেই জায়গাগুলোতে আরও বেশি বিনিয়োগ করতে হবে আগামী নির্বাচিত সরকারকে, আরও বেশি গুরুত্ব দিতে হবে। আমি সংস্কৃতির লোক বলে বলছি না, আমি মনে করি যে শিক্ষা ও সংস্কৃতির উন্নতি ছাড়া কোনো জাতিই বিশ্বে সম্মান পাবে না।’

‘সংস্কৃতি অঙ্গন সব সময়ই অবহেলিত থাকে। সংস্কৃতি অঙ্গনের আকার বেড়েছে। প্রচুর সংখ্যক মানুষ কাজের মাধ্যমে এ অঙ্গনে নিয়মিত কাজ করছে। তাদের কর্ম পরিধি এবং কাজের জায়গাটা আরও বিস্তৃত করা দরকার। এই জায়গাটা নিয়ে রাজনৈতিক দলগুলোর ভাবা উচিত।’

‘সংস্কৃতি অঙ্গনের মানুষেরা যেন সরকারি পৃষ্ঠপোষকতায় আরও এগিয়ে যেতে পারে। এটাই আমার আগামী দিনের নতুন সরকারের কাছে আবেদন।’

‘জাতির জন্য সুন্দর মঙ্গলজনক একটি সরকার গঠিত হোক। আর আমি চাই সুষ্ঠু একটা নির্বাচন হোক এবং প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক।’

নির্মাতা, অভিনেতা ও নাট্যকার তৌকীর আহমেদ