অনন্তলোকে সাংবাদিক কুলদীপ নায়ার

প্রকাশ : ২৩ আগস্ট ২০১৮, ১০:৩০

সাহস ডেস্ক

বিশিষ্ট ভারতীয় সাংবাদিক, কলাম লেখক ও লেখক কুলদীপ নায়ার (৯৫) চলে গেলেন না ফেরার দেশে। আজ বৃহস্পতিবার (২৩ আগস্ট) সকালে দিল্লির একটি হাসপাতালে তিনি মারা যান।

ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার দুপুরে দিল্লির লোদী রোডে তার শেষ কৃত্য অনুষ্ঠিত হবে। তিনি স্ত্রী, দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। 

কুলদীপ নায়ারের জন্ম ১৯২৩ সালে, অবিভক্ত পাঞ্জাবের শিয়ালকোটে। তাঁর বাবা ছিলেন নামকরা চিকিৎসক। সেই সুবাদে স্থানীয় হিন্দু-মুসলিম ও শিখদের অত্যন্ত প্রিয় ছিলেন। কুলদীপ নায়ার আইনে স্নাতক হয়েও সাংবাদিকতায় কর্মজীবন শুরু করেন। পরবর্তী সময়ে নিজেকে বহুমাত্রিক পরিচয়ে বিস্তৃত করেন।

ভারতের ইংরেজি দৈনিক ইনডিয়ান এক্সপ্রেস এবং স্টেটসম্যান সম্পাদনা করা কুলদীপ নায়ার ছিলেন সেইসব সাংবাদিকদের একজন, যারা সত্তরের দশকে ইন্দিরা গান্ধীর সময়ে জরুরি অবস্থা জারির বিরোধিতায় সরব হয়েছিলেন। প্রতিবাদী হওয়ায় তাকে কারাগারেও যেতে হয়েছিল।

সদ্য প্রয়াত সাংবাদিক কুলদীপ নায়ার ইন্ডিয়ান এক্সপ্রেসের সাবেক সম্পাদক ছিলেন। তিনি প্রায় ১৫টি বই লিখেছেন। এরমধ্যে বিয়ন্ড দ্য লাইনস, ইন্ডিয়া আফটার নেহেরু এবং ইমার্জেন্সি রিটোল্ড উল্লেখযোগ্য। সাংবাদিকতার বিরতিতে তিনি সরকারি চাকরি করেছেন, বিদেশে ভারতের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন, হয়েছেন দেশটির উচ্চ পরিষদ তথা রাজ্যসভারও সদস্য।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত