আমার পরিবার পৃথিবীকে বদলে দেবেই

প্রকাশ : ০৪ মার্চ ২০১৮, ১৭:৪৮

নুহাশ হুমায়ুন

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শনিবার এক অনুষ্ঠান চলাকালে ছুরিকাঘাতে আহত হন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ও লেখক ড. মুহম্মদ জাফর ইকবাল। সিলেটে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে। সেই ঘটনার রাতে তার ভাতিজা প্রয়াত লেখক হুমায়ূন আহমেদের ছেলে নুহাশ হুমায়ূন বলেছেন, এই ধরনের হামলায় তারা ভীত নন, তার পরিবারের মানসিক শক্তি অনেক বেশি।

এই তরুণ নাটক ও চলচ্চিত্র নির্মাতা সোশ্যাল সাইট ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে ইংরেজিতে নিজের ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, যতই আঘাত আসুক না কেন, তার পরিবার পৃথিবীকে বদলে দেওয়ার কাজটি করে যাবে। 

নুহাশ লিখেছেন, ‘এমনটা যে কারও সাথেই হতে পারে। হঠাৎ খবর পেতে পারেন আপনার পরিচিত কেউ অসুস্থ, তাকে দেখতে হাসপাতালে ছুটে যেতে হবে। সাধারণত, কারও হার্ট অ্যাটাক বা স্ট্রোকের এমন খবর আমরা পাই। কিন্তু, আজ ব্যাপারটা ব্যতিক্রম। আমার পরিবারের একজনের ওপর আজ হামলা হয়েছে।’ 

‘এই হামলার খবর মিডিয়া সরাসরি সম্প্রচার করছে। হলিউডের অ্যাকশন চলচ্চিত্রের মতো করে সেই হামলার বর্ণনা দিচ্ছে। মানুষের নানা মন্তব্য, প্রার্থনায় ভরে যাচ্ছে আমার ফেসবুকের পাতা। দেখুন, আমি শুধু চাই এই দেশে আমার চারপাশের মানুষ নিরাপদ থাকুক। কিন্তু বাস্তবে সেটা অসম্ভব!’

‘আমার কোনো রাজনৈতিক আদর্শ নেই। এটা আমার পরিবার। এবং আমি নিশ্চিতভাবে বলতে পারি, আমার পরিবারের সবাই অসম্ভব মানসিক শক্তির অধিকারী এবং প্রাণবন্ত। আমাদের ভাগ্যে আর কী কী ঘটবে সেটা নিয়ে আমরা চিন্তিত না। তবে এটা সত্য যে, যতই আঘাত আসুক, যতই প্রাণ সংশয় হোক, আমার পরিবার বিশ্বকে বদলে দেওয়ার কাজ করেই যাবে।’

নুহাশ হুমায়ূন এর ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত