ডিইউজে নির্বাচনের ভোটগ্রহণ চলছে

প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০১৮, ১১:১৫

সাহস ডেস্ক

উৎসবমুখর পরিবেশে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) দ্বি-বার্ষিক নির্বাচন শুরু হয়েছে। সকাল ৮টা থেকে শুরু হয়ে ভোটগ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত ডিইউজে নির্বাচনে এবার ভোটার ৩ হাজার ৮৭৪ জন। নির্বাচনে ১৯ পদের বিপরীতে ৪টি প্যানেল ও স্বতন্ত্রপ্রার্থী মিলে ৭৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

প্রার্থীদের প্যানেলগুলো হলো- আবু জাফর সূর্য-সাজ্জাদ আলম খান তপু, আতাউর রহমান-এম এ কুদ্দুস, কুদ্দুস আফ্রাদ-সোহেল হায়দার চৌধুরী এবং জাফর ওয়াজেদ-খায়রুজ্জামান কামাল প্যানেল।

অন্যদিকে প্যানেলের বাইরেও পাঁচজন স্বতন্ত্র প্রার্থী সাধারণ সম্পাদকের পদে নির্বাচন করছেন। তারা হলেন- অমিয় ঘটক পুলক, অনুপ খাস্তগির, রওশন ঝুনু, সেবীকা রানী ও গাজী জহিরুল ইসলাম।

এছাড়া সহ-সভাপতি পদে লড়াই করছেন আল আব্বাস, কাজী মোহসীন, খন্দকার মোজাম্মেল হক, বরুণ ভৌমিক নয়ন ও মঞ্জুশ্রী। যুগ্ম সম্পাদক পদে লড়াই করছেন খায়রুল আলম, আক্তার হোসেন, মোহাম্মদ শাহজাহান মিয়া ও শামীমা আক্তার। নির্বাহী সদস্য ৯ পদের বিপরীতে ৩৪ জন প্রার্থী লড়াই করছেন।

এদিকে নির্বাচন উপলক্ষে জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণ ব্যানার, ফেস্টুনে ছেয়ে গেছে। ভোট শুরু হওয়ার আগে থেকেই প্রার্থীরা নিজেদের ছবি যুক্ত ব্যানার টাঙিয়েছেন।

এর আগে ১৪ ফেব্রুয়ারি ডিইউজে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মো. আবু তাহের নির্বাচনী তফসিল ঘোষণা করেন। সেই মোতাবেক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত