রূপচর্চায় হলুদ ব্যবহারে সাবধান হোন

প্রকাশ | ০৫ জুলাই ২০২১, ১৭:১২

অনলাইন ডেস্ক

রূপচর্চায় হলুদের ব্যবহার অনেক বেশি প্রচলিত। এমন কি দক্ষিণ এশিয়া জুড়েই রয়েছে এর প্রাধান্য। রূপচর্চায় হলুদ সংস্কৃতির অংশ হয়ে দাঁড়িয়েছে। বিয়েতে গায়ে হলুদের প্রচলন রয়েছে দক্ষিণ এশিয়ার বৃহত্তম দুই ধর্ম ইসলাম ও হিন্দুতে।

তবে হলুদ ব্যবহারে হতে হবে একটু সাবধান। কেননা সব কিছুর মতোই হলুদেরও ভালো-মন্দ দুইটা দিকই রয়েছে। অতিরিক্ত হলুদের ব্যবহার আপনার ত্বকের উজ্জল ভাব নষ্ট করে দিতে পারে।

চলুন জেনে নেয়া যাক হলুদ নিয়ে কি কি বিষয়ের সাবধান থাকতে হবে।

১. হলুদ দিয়ে কখনও রোদে বের হবেন না। তাহলে ত্বক পুড়ে যাবে। হলুদ দিয়ে রূপচর্চা করবেন রাতে।

২. কাঁচা হলুদ কখনও সরাসরি ব্যবহার করা ঠিক না, এর সাথে কিছু মিলিয়ে লাগাতে হবে।

৩. প্রত্যেক মানুষের ত্বক আলাদা। তাই আগে হলুদ মুখে ব্যবহার না করে, হাতে বা ঘাড়ে দিয়ে পরীক্ষা করে নিতে হবে।

৪. সপ্তাহে দুই দিনের বেশি কোনো প্যাক ব্যবহার না করাই ভালো। এটা ত্বকের ক্ষতি করে।

৫. হলুদের প্যাক লাগানোর পর ২০ মিনিটের বেশি রাখা ঠিক না। এতে ত্বক কালো হয়ে যেতে পারে।

সহস২৪.কম/সজল