ঘরে বসেই ত্বকের কালো দাগের সমাধান করুণ

প্রকাশ : ০৩ জুলাই ২০২১, ১৭:৩২

সাহস ডেস্ক

যত্ন নিচ্ছেন, তাও ত্বকে ছোপ ছোপ কালো দাগ? এতো যত্নের পরেও যখন এমন অবস্থা তখন যত্ন নিতে হবে একটু জেনে বুঝেই। ত্বক যত তৈলাক্ত হবে ততই কালচে ভাব বাড়বে। সাধারণত হরমোনের ভারসাম্যহীনতার কারণেই এই সমস্যা দেখা দেয়। এবার ঘরোয়া পদ্ধতিতে হবে সমাধান।

চলুন জেনে নেয়া যাক খুব সহজেই ত্বকের এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার উপায়-

১. বেসন:
ত্বকের উজ্জলতায় বেসন অনেক বেশি গুরুত্বপূর্ণ। ২ চামচ বেসন ও ১ চামচ হলুদ দিয়ে অর্ধেক চামচ দুধের সাথে মিশিয়ে ঘন পেস্ট তৈরি করে নিন। তারপর পুরো মুখেই মেখে ফেলুন। ১৫ মিনিট পর ঠান্ডা পানিতে ধুয়ে ফেলুন। মাত্র ১ সপ্তাহ টানা ব্যবহার করলেই পাবেন সুফল।

২. গ্লিসারিন ও গোলাপ জল:
গোলাপ জলের সাথে সমান পরিমান গ্লিসারিন মিশিয়ে একটি দীর্ঘ সময় মিশ্রণটি ব্যবহার করুণ। ত্বকের কালচে ভাব দূর হওয়ার পাশাপাশি ঠোঁটের চারপাশের শুষ্কতাও দূর হয়ে যাবে।

৩. আলু:
আলুর রস ব্যবহার করুন। আলু কেটে পুরো মুখে ঘষে নিতে পারেন কিংবা যেকোনো প্রক্রিয়ায় আলুর রস বের করে তা মুখে ব্যবহার করতে পারেন। আলুর রসে থাকা প্রাকৃতিক ব্লিচিং ত্বকে মেখে ২০ মিনিট অপেক্ষা করুণ। তারপর ঠান্ডা পানিতে ধুয়ে নিন। নিয়মিত ব্যবহারে সুফল মিলবে।

৪. পাতি লেবু ও মধু:
দুই চামচ লেবুর রসের সাথে দুই চামচ মধু দিয়ে মিশ্রণ তৈরি করে নিন। তারপর মিশ্রণটি দাগের উপর মেখে ১৫-২০ মিনিট অপেক্ষা করুণ। তারপর ধুয়ে নিতে পারেন। এতে কালচে দাগ দূর হবে ও ত্বকের উজ্জলতাও ফিরে আসবে।

৫. ওটমিল:
ওটমিলে থাকা এন্টি অক্সিডেন্ট ত্বকের কালো দাগ দূর করতে সাহায্য করে। ১ চামচ ওটমিল গুড়ো করে তাতে সামান্য পরিমান পানি দিয়ে ঘন পেস্ট তৈরি করে ত্বকে মেখে নিন। টানা ১৫ মিনিট পর শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। টানা ২ সপ্তাহ দিনে ২ বার ব্যবহার করলে ভালো ফলাফল পাবেন।

৬. কমলা লেবু:
কমলা লেবুর খোসা গুড়ো করে তারসাথে দুধ দিয়ে মিশ্রণ তৈরি করুণ। ত্বকের কালো দাগের উপর নিয়মিত ব্যবহারে সুফল পাবেন।

সাহস২৪.কম/সজল

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত