করোনা দুর্বল করতে পারে পুরুষদের প্রজনন ক্ষমতা

প্রকাশ | ১৯ মার্চ ২০২০, ২১:৩৫ | আপডেট: ২০ মার্চ ২০২০, ২১:৪৪

অনলাইন ডেস্ক

করোনাভাইরাস আক্রান্ত হয়ে যারা চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ী ফিরেছেন তাদের মধ্যে যারা পুরুষ তাদেরকে ফার্টিলিটি টেস্ট করানোর সিদ্ধান্ত পরামর্শ দিয়েছেন চীনের ডাক্তারেরা। তারা ধারণা করেছেন যে ভাইরাসটি সংক্রমিতদের অন্ডকোষের কার্যক্রমে ব্যাঘাত ঘটাতে পারে।

যদিও এখন পর্যন্ত ইহা প্রমাণিত সত্য নয় যে ভাইরাস পুরুষদের যৌন ক্ষমতা অথবা উর্বরতা কমিয়ে দিতে পারে।

কিন্তু উহানের চিকিৎসাজীবিরা পরামর্শ দিয়েছেন এমন কিছুর যে এই রোগটি শুক্রাণুর উৎপাদন কমিয়ে দিতে পারে অথবা পুরুষদের সেক্স হরমোনের গঠনে প্রভাব ফেলতে পারে।

এটা সত্য যে করোনাভাইরাস প্রথমত কারও ফুসফুসে এবং রোগ প্রতিরোধ ব্যবস্থায় আঘাত হানে। তবে তাত্ত্বিকভাবে এটা একজন পুরুষের প্রজনন ক্ষমতাকে দুর্বল করে দিতে পারে বলে জানিয়েছে উহানের টংজি হাসপাতালের বিশেষজ্ঞরা।
 
হাসপাতালটির প্রজনন বিভাগে কর্মরত অধ্যাপক লি উফেং এবং তার সহকর্মীরা এরুপ ধারণা পোষন করেছেন।

জানুয়ারীতে চীনের উহান প্রদেশে  করোনা মহামারী আকারে ছড়িয়ে পরার পর সরকারীভাবে যেসকল হাসপাতাল করোনাভাইরাস এর রোগীদের চিকিৎসার জন্য ব্যবহৃত হয়েছিল টংজি হাসপাতাল তন্মধ্যে অন্যতম।

সূত্রঃ ডেইলী মেইল