তেলাপোকা মুক্ত রান্নাঘর

প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০১৯, ১৮:৫১

রান্নাঘরের বিভিন্ন সমস্যার মধ্যে অন্যতম একটি হলো তেলাপোকা। নিয়মিত রান্নাঘর পরিষ্কার রেখেও তেলাপোকা থেকে রেহাই মেলে না। অনেক সময় আবার ইনসেক্ট কিলার ব্যবহার করলে তা সাময়িক সমাধান দেয়। ঘরোয়া কিছু কাজে লাগিয়ে রান্নাঘর রাখতে পারেন তেলাপোকা মুক্ত।

চলুন জেনে নিই সেগুলো:

লবঙ্গ:
তেজপাতার মতো তেলাপোকা তাড়াতে কাজ করে লবঙ্গ। বেশ কয়েকটি লবঙ্গ রেখে রান্নাঘরের বিভিন্ন জায়গায়। ছোট এই মসলাটির ঝাঁঝালো গন্ধ দূরে রাখে তেলাপোকাকে।

তেজপাতা:
সব ঘরেই তেজপাতা থাকে। কয়েকটি পাতা গুঁড়া করে রান্নাঘরের বিভিন্ন কোণায় ছড়িয়ে দিতে পারেন। এর গন্ধে তেলাপোকা পালাবে।

নিমপাতা:
শুধু তেলাপোকা নয়, যেকোনো ধরনের পোকামাকড় তাড়াতে দারুণ কার্যকর নিমপাতা। রান্নাঘরে নিমের তেল বা নিমপাতা গুঁড়া রাখুন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত