পাউরুটি দিয়ে তৈরি করুন রসমালাই

প্রকাশ : ২১ মার্চ ২০১৯, ১৫:২৫

সাহস ডেস্ক

আমরা সবাই রসমালাই খেতে পচ্ছন্দ করি। যারা মিষ্টি পছন্দ করেন না তারাও রসমালাই খেতে পছন্দ করেন। মজাদার এই মিষ্টিটি সাধারণত ছানা দিয়ে তৈরি করা হয়ে থাকে। কিন্তু ঘরে থাকা পাউরুটি দিয়েও তৈরি করা যায় মজাদার রসমালাই। অবাক হচ্ছেন তো? আসুন জেনে নিন, পাউরুটি দিয়ে রসমালাই তৈরির রেসিপিটি।

যা যা লাগবে-
১ লিটার দুধ
৪টি সাদা পাউরুটি
৫০ গ্রাম চিনি
১০-১২টি কাজুবাদাম কুচি
১০-১২টি পেস্তা বাদাম
৮-১০টি কাঠবাদাম কুচি
২ চিমটি জাফরান

বানানোর পদ্ধতি- 
প্রথমে উচ্চ তাপে দুধের প্যান চুলায় দিয়ে দিন। এরপর দুধকে অল্প আঁচে জ্বাল দিয়ে আধা লিটারে নিয়ে আসুন। জ্বাল দেওয়ার সময় নাড়তে থাকুন। দুধ আধা লিটার হয়ে গেলে এতে চিনি, কাজু বাদাম, কাঠ বাদাম, পেস্তা বাদাম, জাফরান দিয়ে জ্বাল দিন। তারপর এর দুধকে আধা লিটার থেকে সিকি লিটারে ঘন করে নিন। এরপর চুলা নিভিয়ে ফেলুন। এখন পাউরুটি টুকরোগুলোকে গোল করে কেটে নিন। রসের ভিতর দুটি পাউরুটির টুকরো দিয়ে দিন। একসাথে খুব বেশি পাউরুটি দিয়ে দিবেন না। দুধ গরম অবস্থায় পাউরুটি দিলে পাউরুটি ভেঙ্গে যেতে পারে, তাই দুধ ঠান্ডা হয়ে গেলে পাউরুটি দিয়ে দিন। পাউরুটি দুধে ভিজে নরম হয়ে গেলে পরিবেশন প্লেটে কাজুবাদাম, কাঠবাদাম কুচি দিয়ে পরিবেশন করুন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত