চুলের যত্নে লেবু

প্রকাশ : ১৮ মার্চ ২০১৯, ১৬:৪৫

সাহস ডেস্ক

এক গ্লাস ঠান্ডা লেবুর শরবত গরমে প্রশান্তি মেলায়। সালাদ কিংবা পোলাও, বিরিয়ানির সঙ্গে এক টুকরো লেবু না হলে যেন পুরো ব্যাপারটাই জমে না। তবে চুল ও মাথার ত্বকের জন্যও কিন্তু বেশ কার্যকর এটি।

চুলের যত্নে বিভিন্ন উপায়ে যে ভাবে লেবু ব্যবহার করতে পারেন-
* টেবিল চামচ লেবুর রসের সঙ্গে ৪ টেবিল চামচ অ্যাপল সিডার ভিনেগার মিশিয়ে নিন। এক টুকরো তুলো মিশ্রণে ভিজিয়ে চুলের গোড়ায় লাগান। ২০ মিনিট অপেক্ষা করে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।

* টেবিল চামচ অ্যালোভেরা জেলের সঙ্গে মেশান সমপরিমাণ লেবুর রস। এই মিশ্রণ চুলে লাগিয়ে কিছুক্ষণ অপেক্ষা করুন। এরপর ভেষজ শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন।

আমলকীর রস ও সমপরিমাণ লেবুর রস মিশিয়ে চুলের ত্বকে ম্যাসেজ করুন। আধা ঘণ্টা অপেক্ষা করে চুল ধুয়ে ফেলুন শ্যাম্পু দিয়ে। চুলের যত্নে ব্যবহার করুন লেবুর হেয়ার প্যাক। ২ টেবিল চামচ টক দইয়ের সঙ্গে ১ টেবিল চামচ লেবুর রস মিশিয়ে তার সঙ্গে যোগ করুন ১ চা চামচ মধু। চুলের গোঁড়া থেকে আগা পর্যন্ত এই মিশ্রণ লাগিয়ে ২০ মিনিট অপেক্ষা করুন। সপ্তাহে ২ থেকে ৩বার এই প্যাক ব্যবহারে চুল হবে মসৃণ ও ঝলমলে।

নিয়মিত লেবুর এই হেয়ার প্যাকগুলো ব্যবহারে খুশকিসহ চুলের সব সমস্যা দূর হবে। চুলের রুক্ষতা কমবে, সে সঙ্গে কমবে চুল পড়ার হারও।

সাহস২৪.কম/ইতু

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত