চুল কালো করার উপায়

প্রকাশ | ১২ মার্চ ২০১৯, ১৯:৫৭

অনলাইন ডেস্ক

বয়সের আগেই চুল পাকে অনেকের। চুল পাকা নিয়ন্ত্রণের জন্য অনেক কিছুই করে থাকেন আপনি। কিন্তু দিনের পর দিন এই চুল পাকা বাড়তে পারে।

তবে চুল পাকা সত্যি একটি অস্বস্তিকর ব্যাপর। কারণ ৪০ বছর বয়সে যদি আপনার চুল পাকতে শুরু করে তবে অনেকে ভেবে নেবে আপনার বয়স বেড়ে গেছে। এছাড়া আপনার বাহ্যিক সৌন্দর্য নষ্ট হবে চুল পাকার কারণে।

আমরা অনেকে জানি যে আমাদের শরীরে পুষ্টির ঘাটতি দেখা দিলে চুল পাকে। চুল কালো কার জন্য আমরা অনেকে চলে বিভিন্ন উপাদান মাখি। কিন্তু চুলে মাখার চেয়ে তা যদি আপনি খান তাতে বেশি উপকার পাওয়া যায়।

কোনো ধরনের চুলের রং ছাড়াই ঘরোয়া উপায়ে আপনি চুল কালো করতে পারেন। তবে এর জন্য আপনি কিছু প্রাকৃতিক উপাদানের মিশ্রণে চুল কালো করতে পারেন। তাই কোনো ধরনের কেমিক্যাল রঙের প্রয়োজন পড়বে না।

আসুন জেনে নিন ঘরোয়া কিছু উপাদান ব্যবহার করে কীভাবে চুল কালো করবেন।

চুল কালো করবে যে মিশ্রণ-
লেবু ৪টি, মধু ১ কাপ, রসুন ৬ কোয়া ও ১ কাপ তিসির তেল একসঙ্গে ব্লেন্ড করে নিন। মিশ্রণ পরিষ্কার কাচের বোতলে সংরক্ষণ করুন। তবে মিশ্রণ চুলে মাখবেন না। সকালে, দুপুরে, বিকালে ও রাতে খাওয়ার আগে এক চা চামচ খাবেন। এভাবে ৭ দিন পর পর মিশ্রণটি তৈরি করে নিন। এভাবে টানা ৩ মাস খেলে আপনি ভালো ফল পাবেন।

সাহস২৪.কম/ইতু