ত্বক পরিষ্কারে মধুর ব্যবহার

প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:১৮

সাহস ডেস্ক

মুখের ত্বক পরিষ্কার রাখা প্রয়োজন ত্বকের সুস্থতার জন্য। ত্বক পরিষ্কারের ক্ষেত্রে সবচেয়ে ভালো হবে প্রাকৃতিক উপাদান ব্যবহার করা। এই প্রাকৃতিক উপাদানটি হলো কাঁচা মধু। শুধুমাত্র কাঁচা মধু দিয়ে মুখ পরিষ্কার করবেন। যা ত্বকের আর্দ্রতা রক্ষা করবে।

জেনে নিন মধু ব্যবহারের উপকারিতা:
১. মধ্য ত্বকের বন্ধ রোমকূপকে খুলে দিতে এবং রোমকূপের ভেতরে আটকে থাকা ময়লা বের করে দিতে কাজ করে।

২. অ্যান্টি-ব্যাকটেরিয়াল ও অ্যান্টি-সেপটিক উপাদান থাকায় মধু ত্বকের ব্রণের প্রাদুর্ভাব কমিয়ে ফেলে।

৩. মধুর এনজাইম চমৎকার এক্সফলিয়েটর হিসেবে কাজ করে। ফলে ত্বকের মরা চামড়া সম্পূর্ণ দূর হয়ে যায়।

৪. ব্রণের কারণে ত্বকের সমস্যা দেখা দিলে কিংবা ত্বকের ইনফেকশন সারাতে ও আরাম প্রদানে মধু দারুণ কার্যকরি।

৫. মধুতে থাকা অ্যান্টি-অক্সিডেন্ট উপাদান সমূহ কোলাজেন তৈরির প্রক্রিয়া ত্বরান্বিত করে। ফলে ত্বকে সহজে বলিরেখা দেখা দেয় না।

ত্বক পরিষ্কারের জন্য মধু ব্যবহারের মাধ্যমে ত্বক পূর্বের চাইতে অনেক বেশি উজ্জ্বল, পরিষ্কার ও স্বাভাবিক হয়ে উঠে। হরমোনাল কারণে ব্রণের প্রাদুর্ভাব, ব্ল্যাকহেডসের সমস্যা, চোখের নিচে ডার্ক সার্কেল সহ বেশ কয়েকটি ত্বকের সমস্যা একেবারেই কমে যায়। বিশেষত ঘুম থেকে ওঠার পর অ্যালার্জিজনিত কারণে মুখের ত্বকের বিভিন্ন স্থানে জ্বালাপোড়া ও চুলকানির প্রাদুর্ভাব ইত্যাদি মধু ব্যবহারের ফলে তা একেবারেই দূর হয়ে যাবে।

সাহস২৪.কম/ইতু

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত