পেট্রোলিয়াম জেলির ব্যতিক্রমী সব ব্যবহার

প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০১৯, ১৪:২১

সাহস ডেস্ক

শীতকালের একটি গুরুত্বপূর্ণ প্রসাধনী পেট্রোলিয়াম জেলি। রূপচর্চা ছাড়াও এর রয়েছে আরও বিভিন্ন ব্যবহার। কাপড় ও আসবাব থেকে দাগ তোলার পাশাপাশি নানা ধরনের গৃহস্থালি সমস্যার সমাধান দেয়। জেনে নিন পেট্রোলিয়াম জেলির ব্যতিক্রমী সব ব্যবহার সম্পর্কে-

মোমদানি থেকে মোম পরিষ্কার করতে
ক্যান্ডেল লাইট ডিনার শেষ করে দেখলেন মোম গলে পড়ে সাধের মোমদানিটির দফারফা অবস্থা! এ ধরনের পরিস্থিতি এড়াতে মোমদানিতে মোম রাখার আগে সামান্য পেট্রোলিয়াম জেলি ঘষে নিন। সহজেই পরিষ্কার হয়ে যাবে গলে পড়া মোম।   

লিপস্টিকের দাগ তুলতে
কাপড়ে লিপস্টিকের দাগ লাগলে পেট্রোলিয়াম জেলি হতে পারে আপনার ভরসা। দাগের ওপরে পেট্রোলিয়াম জেলি ঘষে তারপর কাপড় ধুয়ে নিন। চলে যাবে দাগ।

কাঠ থেকে চুইংগাম তুলতে
ডাইনিং টেবিলের নিচে অথবা চেয়ারে চুইংগাম লেগে আছে? পেট্রোলিয়াম জেলি আঙুলে নিয়ে ঘষতে থাকুন। ধীরে ধীরে উঠে যাবে চুইংগাম।  

আসবাব থেকে পানির দাগ তুলতে
কাঠের টেবিলে পানি পড়ে সাদা দাগ হয়ে যায়। এ ধরনের দাগ তুলতে পারেন পেট্রোলিয়াম জেলির সাহায্যে। সামান্য পেট্রোলিয়াম জেলি নিয়ে দাগের ওপর লাগিয়ে রাখুন সারারাত। পরদিন সকালে পরিষ্কার করে ফেলুন। উঠে যাবে দাগ।   

জুতা চকচকে করতে
চামড়ার জুতা ব্রাশ করার আগে পেট্রোলিয়াম জেলি লাগিয়ে নিন। ঝকঝকে ভাব চলে আসবে জুতায়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত