বৃষ্টিতেও হয়ে উঠুন ফ্যাশানেবল

প্রকাশ : ২৩ জুলাই ২০১৮, ১৬:৪৫

সাহস ডেস্ক

ঘন মেঘ, ঝমঝমিয়ে বৃষ্টি নামল৷ গরম কফি কিংবা চা, সঙ্গে তেলেভাজা৷ ব্যস! আর কী চাই? বারান্দায় বসে বৃষ্টির মজা নেওয়ার এরম স্বাদ কি আর মিস করা যায়? তবে এরম বৃষ্টিতে বাইরে বেরোতে গেলেই যত ঝামেলা৷ ভরা বর্ষায় মেয়েদের ফ্যাশনে যেন একেবারে লাল চিহ্ন পড়ে যায়৷ ঝড়, বৃষ্টি, কাদায় কে আবার স্টাইল করতে যাবে৷ বাইরে বেরোলেই তো সব নষ্ট হয়ে যাবে৷ এই চিন্তায় ঢুকে গিয়েছে সকল নারীদের মনে৷ বর্ষা মানেই নো ফ্যাশন এসব এবার ভুলে যান৷ মনসুন টিপস ফলো করলেই অবিরাম বৃষ্টিতেও আপনি হয়ে উঠবেন ফ্যাশানেবল৷

হালকা ফেব্রিকের রঙের মধ্যে বেছে নিন উজ্জ্বল কিছু রঙ৷ যেমন হলুদ, কমলা, লাল, গোলাপি, নীল এছাডা়ও বিভিন্ন ফ্লুরোসেন্ট বা ইলেক্ট্রিক কালার্সও পড়তে পারেন৷ তবে টপ কিংবা প্যান্ট যেকোন একটি উজ্জ্বল রঙের হলে এর সঙ্গে পেয়ার আপ করুন গাঢ়় রঙ দিয়ে৷ তাতেই আপনার পোশাক বেশ অ্যাট্রাক্টিভ হয়ে উঠবে৷ আর যদি ড্রেস হয়ে তাহলে গাঢ়় রঙের সঙ্গে পেয়ার আপ করার দরকারই নেই৷ এই রঙের পোশাকের সঙ্গে কোনও জুয়েলারি তেমন না পরাই ভালো৷ তবে সরু চেন, আংটি পরতেই পারেন৷

বৃষ্টিতে ভিজে গেলেও কোনও চিন্তা নেই৷ পোশাক পরুন সুতির, শিফনের, সিল্কের৷ এই তিনটি ফেব্রিক সবচেয়ে তাড়াতাড়ি শুকিয়ে যায়৷ এবার এই তিনটি রঙের ফেব্রিকের মধ্যে আপনার ইচ্ছামত পোশাক বেছে নিতে পারেন৷ সালওয়ার, পালাজো, কেপরি, পাজামার সঙ্গে নানা রকমের ফ্লোরাল টপও পরতে পারেন৷ সুতির, কিংবা শিফনের কুর্তি, কোল্ড শোল্ডার, শার্ট ম্যাচ করে পরতে পারেন৷

এছাড়াও সুতির বিভিন্ন রকমের স্কার্ট পরা বর্ষার দিনে বেস্ট আইডিয়া৷ তবে লং স্কার্ট বৃষ্টিতে না পরাই বেটার৷ স্কার্ট পরলে শর্ট কংবা মিডি৷ তাতে আপনার স্কার্ট সামলাতে কোনও অসুবিধে হবে না৷ শর্ট স্কার্ট হলে গ্র্যাফিটি প্রিন্ট কিংবা চেকসের মধ্যে পরুন৷ এছাডা় মিডি স্কার্ট হলে, স্কার্টের ঘের কম দেখে কিনুন৷ কারণ বৃষ্টির মধ্যে বেশি ঘেরে স্কার্ট পরলে খানিক অসুবিধা হতে পারে৷ মিডি স্কার্ট পরলে আপনার কাছে প্রিন্টের নানা অপশন এসে যাবে৷ জিওমেট্রিক প্রিন্ট থেকে শুরু করে পোলকা ডটস সবরকমেই পেয়ে যাবেন আপনি৷

শর্ট কুর্তির সঙ্গে শর্ট লেগিংস, পালাজো, চুরিদার পরা এখন নতুন ট্রেন্ড৷ অভিনেত্রী সোনম কাপুর ‘বীরে দি ওয়েডিং’ ছবির প্রচারে একটি ল্যাভেন্ডার রঙের কুর্তি এবং শর্ট পালাজো পরেছিলেন৷ তারপর থেকেই ট্রেন্ডি হয়ে উঠেছে এই পোশাক৷ এর সঙ্গে এবার আপনি ওরনা কিংবা স্কার্ফ নিতে পারেন৷ এছাড়া স্টোলও এই পোশাকের সঙ্গে নিলে ভালো কম্পিমেন্ট করে৷ বড়ো ওরনা নেওয়া বেশ ঝামেলার ব্যাপার৷ তার থেকে ছোট স্কার্ফই নেওয়া অনেক সুবিধার৷

জিনস কিংবা ভারি পোশাক বর্ষাতে একেবারেই এড়িয়ে যান৷ বাইরে বেরিয়ে যদি আপনাকে জামা কাপড় সামলাতে হয় তাহলে ফ্যাশনের লেশমাত্র থাকে না৷ তাই বর্ষায় সঠিক পোশাক বাছা খুব জরুরি৷

পোশাক তো গেল এবার আসা যাক অন্য বিষয়ে৷ পোশাকের সঙ্গে ফ্যাশানেবল ছাতাও নিয়ে নিন৷ ফ্যান্সি ছাতার সঙ্গে জেলি শ্যুজ৷ ব্রাইট কালারের জুতো পরতে পারেন যদি আপনার পোশাকের রঙ গাঢ়় হয়ে থাকে৷ এছাড়া মনসুন শ্যুজ যেরকমই পরুন না কেন আপানার সবরকম আউটফিটের সঙ্গেই মানিয়ে যাবে৷

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত