আজ বাংলা একাডেমি প্রঙ্গণে শিশু-কিশোরদের চিত্র প্রদর্শনী

প্রকাশ | ১৮ ফেব্রুয়ারি ২০১৯, ১২:০৯

অনলাইন ডেস্ক

অমর একুশে গ্রন্থমেলার ১৮তম দিন আজ সোমবার (১৮ ফেব্রুয়ারি) প্রথমবারের মতো শিশু-কিশোর চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে বাংলা একাডেমি। বিকেল সাড়ে ৪ টায় প্রদর্শনীটির উদ্বোধন করবেন বাংলা একাডেমি মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী।

২০০৮ থেকে ২০১৯ সাল পর্যন্ত ১২ বছরের শিশু-কিশোরদের পুরস্কারপ্রাপ্ত ছবিগুলো নিয়ে একাডেমির ড.মুহাম্মদ এনামুল হক ভবনের দ্বিতীয় তলায় এ প্রদর্শনী অনুষ্ঠিত হবে। ২৮ ফেব্রুয়ারি ১০ দিনব্যাপী প্রতিদিন বেলা ৩ টা থেকে রাত ৯ টা পর্যন্ত এ প্রদর্শনী চলবে।

প্রত্যেক বছর একুশে উদযাপন উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে। ভাষা-আন্দোলন, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের ইতিহাস-ঐতিহ্যের শিশুদের অঙ্কিত এ প্রদর্শনীর প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের নিয়েই এ প্রদর্শনী।