বয়সে ২১ মাসের ছাড় পেলেন সরকারি চাকরিপ্রার্থীরা

প্রকাশ | ১৯ আগস্ট ২০২১, ১৯:১৮ | আপডেট: ২০ আগস্ট ২০২১, ০০:৫২

অনলাইন ডেস্ক

মহামারি করোনাভাইরাসের কারণে আটকে ছিলো সরকারি চাকরিতে নিয়োগ। তবে আটকে ছিলো না চাকরি প্রার্থীদের বয়স। বয়সসীমা নির্দিষ্ট থাকায় তাই ভোগান্তিতে পরতে হতো সরকারি চাকরি প্রার্থীদের।

বিভিন্ন বিষয় বিবেচনায় সরকারি চাকরি প্রার্থীদের বয়সে ২১ মাস ছাড় দেয়া হলো। তবে বিসিএসের জন্য এ ছাড় প্রযোজ্য হবে না।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সকল মন্ত্রণালয় ও বিভাগের সচিবকে এ সংক্রান্ত এক নির্দেশনা পাঠানো হয়।

নির্দেশনায় বলা হয়,'যে সকল মন্ত্রণালয়, বিভাগ ও এর অধীনস্থ অধিদপ্তর,পরিদিপ্তরদপ্তর এবং সংবিধিবদ্ধ স্বায়ত্বশাসিত জাতীয় কৃত প্রতিষ্ঠান সমূহ কোভিড-১৯ পরিস্থিতির কারণে বিভিন্ন ক্যাটাগরির সরকারি চাকরিতে (বিসিএস ব্যতীত) সরাসরি নিয়োগের লক্ষ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারেনি, সে সকল প্রতিষ্ঠানকে ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রকাশিতব্য বিজ্ঞপ্তিতে প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা ২৫-০৩-২০২০ নির্ধারণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়, বিভাগকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো। '

এ সিদ্ধান্তের ফলে চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়ে যাদের সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩০ ছাড়িয়ে গেছে বা যাচ্ছে, তারা এই ছাড়ের সুবিধা পাবেন।

সাহস২৪.কম/জেএস/এসকে.