নিয়োগ দেবে ভূমি মন্ত্রণালয়

প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০১৯, ১৮:৪০

ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন প্রকল্পের পদসমূহে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ভূমি মন্ত্রণালয়। ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর তিনটি পদে মোট ৪৮ জনকে নিয়োগ দেবে। পদগুলোতে নারী ও পুরুষ উভয়কেই নিয়োগ দেওয়া হবে।

পদের নাম:
হিসাব সহকারী, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর ও ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর।

পদসংখ্যা:
তিনটি পদে সর্বমোট ৪৮ জনকে নিয়োগ দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:
যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে স্নাতক পাসসহ উচ্চ মাধ্যমিক পাস প্রার্থীরা পদ তিনটির জন্য আবেদন করতে পারবেন। কিছু কিছু পদের জন্য কম্পিউটার চালনায় দক্ষতা ও উক্ত পদের জন্য কাজের অভিজ্ঞতা প্রয়োজন। আবেদনকারীর বয়সসীমা ন্যূনতম ১৮ থেকে অনূর্ধ্ব ৩০ বছরের মধ্যে হতে হবে। মুক্তিযোদ্ধা কোটায় ৩২ বছর পর্যন্ত আবেদন করা যাবে।

বেতন স্কেল:
বিভিন্ন পদের জন্য জাতীয় বেতন স্কেল ২০১৫-এর গ্রেড ১৬ অনুযায়ী বেতন-ভাতা দেওয়া হবে।

আবেদনের নিয়ম:
আগ্রহী প্রার্থীদের নিম্নোক্ত ঠিকানায় আবেদন পাঠাতে হবে।

ঠিকানা: প্রকল্প পরিচালক, Establishment of Digital Land Management System (EDLMS) Project, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর, ২৮ শহীদ তাজউদ্দীন আহমেদ সরণি, তেজগাঁও, ঢাকা-১২০৮। এ ছাড়া আবেদনের সম্পূর্ণ প্রক্রিয়া বিজ্ঞপ্তিতে উল্লেখ করা আছে।

আবেদনের সময়সীমা:
আবেদন পাঠানো যাবে আগামী ৩০ সেপ্টেম্বর, ২০১৯ পর্যন্ত।

সূত্র: ডেইলি স্টার, ৩ সেপ্টেম্বর, ২০১৯

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত