৪০তম বিসিএস প্রিলিমিনারির ফল প্রকাশ

প্রকাশ : ২৫ জুলাই ২০১৯, ১৯:১৫

সাহস ডেস্ক

৪০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)। ২৫ জুলাই (বৃহস্পতিবার) প্রকাশিত এ ফলে ২০ হাজার ২৭৭ জন লিখিত পরীক্ষার জন্য উত্তীর্ণ হয়েছেন।

চলতি বছরের ৩ মে রাজধানী ঢাকাসহ সারাদেশের বিভিন্ন কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পিএসসির বরাত দিয়ে বার্তা সংস্থা ইউএনবি জানিয়েছে, ৪০তম বিসিএসে ৪ লাখ ১২ হাজার ৫৩২ জন আবেদন করলেও প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নেন ৩ লাখ ২৭ হাজার প্রার্থী।

এ বিসিএসের মাধ্যমে মোট ১ হাজার ৯০৩ জন ক্যাডার নিয়োগ দেওয়া হবে। যার মধ্যে প্রশাসনে ২০০, পুলিশে ৭২, পররাষ্ট্রে ২৫, করে ২৪, শুল্ক আবগারিতে ৩২ ও শিক্ষা ক্যাডারে প্রায় ৮০০ জন নিয়োগ দেয়ার কথা।

তবে বিজ্ঞপ্তির শর্তানুযায়ী, এই সংখ্যা আরও বাড়তে পারে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত