একাধিক পদে জনবল নিয়োগ দেবে বেপজা

প্রকাশ : ০৯ জুন ২০১৮, ১৭:০৫

সাহস ডেস্ক

বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (বেপজা) কর্মকর্তা ও কর্মচারী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ১৩টি শূন্য পদের জন্য চাকরিপ্রত্যাশীরা আবেদন করতে পারবেন।

পদের নাম সংখ্যা

১। সহকারী ব্যবস্থাপক (বিনিয়োগ উন্নয়ন/ এন্টারপ্রাইজ সার্ভিসেস/ শিল্প সম্পর্ক/ কমার্শিয়াল অপারেশন)—তিনজন

যোগ্যতা
ন্যূনতম দ্বিতীয় শ্রেণির এমবিএ অথবা অর্থনীতি লোকপ্রশাসন, ব্যবস্থাপনা, বিজ্ঞানে স্নাতক সম্মানসহ দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি হতে হবে।

বেতন
২২,০০০-৫৩,০৬০ টাকা

২। সহকারী ব্যবস্থাপক (প্রকাশন/ জনসংযোগ)—একজন

যোগ্যতা
গণযোগাযোগ ও সাংবাদিকতা, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান বা আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে স্নাতক সম্মানসহ দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি হতে হবে।

বেতন
২২,০০০-৫৩,০৬০ টাকা

৩। উপসহকারী প্রকৌশলী (বিদ্যুৎ)—একজন

যোগ্যতা
বিএসসি ইঞ্জিনিয়ারিং (বিদ্যুৎ) ডিগ্রি হতে হবে।

বেতন
২২,০০০-৫৩,০৬০ টাকা

৪। উপসহকারী প্রকৌশলী (যান্ত্রিক)—একজন

যোগ্যতা
বিএসসি ইঞ্জিনিয়ারিং (যান্ত্রিক) ডিগ্রি হতে হবে।

বেতন
২২,০০০-৫৩,০৬০ টাকা

৫। উপসহকারী প্রকৌশলী(যানবাহন)—একজন

যোগ্যতা
ইঞ্জিনিয়ারিং (যান্ত্রিক/ অটোমোবাইল) ডিপ্লোমা হতে হবে।

বেতন
১৬,০০০-৩৮,৬৪০ টাকা

৬। উপসহকারী প্রকৌশলী (পুর)—একজন

যোগ্যতা
ইঞ্জিনিয়ারিং (পুর) ডিপ্লোমা হতে হবে।

বেতন
১৬,০০০-৩৮,৬৪০ টাকা

৭। উপসহকারী প্রকৌশলী (বিদ্যুৎ)—একজন

যোগ্যতা
ইঞ্জিনিয়ারিং (বিদ্যুৎ) ডিপ্লোমা হতে হবে।

বেতন
১৬,০০০-৩৮,৬৪০ টাকা

৮। উপসহকারী প্রকৌশলী (যান্ত্রিক)—একজন

যোগ্যতা
ইঞ্জিনিয়ারিং (যান্ত্রিক) ডিপ্লোমা হতে হবে।

বেতন
১৬,০০০-৩৮,৬৪০ টাকা

 ৯। ইমাম—একজন

যোগ্যতা
কামিল পাসসহ যেকোনো মাদ্রাসা থেকে কারিয়ানা পাস

বেতন
১৬,০০০-৩৮,৬৪০ টাকা

১০। অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর—একজন

যোগ্যতা
এইচএসসি পাস এবং বাংলা ও ইংরেজি কম্পিউটার টাইপে প্রতি মিনিটে যথাক্রমে ২৫ ও ৩০ শব্দের গতি থাকতে হবে।

বেতন
১০,২০০-২৪,৬৮০ টাকা

১১। এসি প্লান্ট অপারেটর—একজন

যোগ্যতা
এসএসসি পাসসহ লাইসেন্সিং বোর্ড হতে সি লাইসেন্স প্রাপ্ত এবং সংশ্লিষ্ট কাজে পাঁচ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন
৯৩০০-২২৪৯০টাকা

১২। মুয়াজ্জিন—একজন

যোগ্যতা
ন্যূনতম দাখিল পাস অথবা কারিয়ানা পাস হতে হবে

বেতন
৯৩০০-২২৪৯০টাকা

১৩। মালি—একজন

যোগ্যতা
অষ্টম শ্রেণি পাস

বেতন
৮২৫০-২০০১০ টাকা

আবেদনের প্রক্রিয়া
আবেদনকারীকে অবশ্যই বেপজা কর্তৃক প্রয়োজনীয় তথ্যাদি পূরণ পূর্বক আবেদন করতে হবে। উক্ত আবেদন ফরমটি www.bepza.gov.bd শীর্ষক ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে। আবেদনপত্র ‘সচিব, বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ’ বরাবর লিখে ‘জিপিও বক্স নং-২২১০, ঢাকা’র ঠিকানায় পৌঁছাতে হবে।

আবেদনের সময়সীমা
২৮ জুন-২০১৮

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত