২৪ ডিসেম্বর: ইতিহাসের এই দিনে

প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২০, ০২:০৩

সাহস ডেস্ক
নারী প্রগতির অগ্রসৈনিক রত্নগর্ভা জননী মুক্তিযোদ্ধা সৈয়দা ইসাবেলা। তিনি ১৯৪২ সালের ২৪ ডিসেম্বর জন্মগ্রহণ করেন। ৭৯তম জন্মবার্ষিকীতে এ মহীয়সী নারীর স্মৃতির প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা।

আজ ২৪ ডিসেম্বর, ২০২০,বৃহস্পতিবার। ৯পৌষ, ১৪২৭ বঙ্গাব্দ। ২৪ ডিসেম্বর গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ৩৫৮ তম ( অধিবর্ষে ৩৫৯তম ) দিন। বছর শেষ হতে আরো ০৭ দিন বাকি রয়েছে। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়। 

আজকের দিনের ইতিহাস
১২৫৮ - হালাকু খান কর্তৃক আব্বাসীয় খলিফা মোস্তালিমকে হত্যা, আব্বাসীয় রাজত্বের অবসান।
১৮০১ - ব্রিটেনে স্বয়ংচালিত যানে প্রথম পরীক্ষামূলক মহড়া হয়।
১৮১৪ - ব্রিটেন ও আমেরিকার মধ্যে বিরাজমান যুদ্ধের সমাপ্তি ঘটে।
১৮৯৪ - কলকাতায় প্রথম মেডিক্যাল সম্মেলন হয়।
১৯০০ - লেনিনের ‘ইসক্রা’ পত্রিকার প্রথম সংখ্যা প্রকাশিত হয়। 
১৯৫০ - লিবিয়া স্বাধীনতা লাভ করে।
১৯৫৩ - দৈনিক ইত্তেফাকের প্রথম প্রকাশ।
১৯৭৯ - প্রথম ইউরোপীয় রকেট ‘আরিয়ান’ উৎক্ষেপণ।

আজ এই দিনে যারা জন্ম নিয়েছিলেন
১৮৮১ - নোবেলজয়ী [১৯৫৬] স্প্যানিশ কবি হুয়ান রামন হিমানাস।
১৮৮২ - বিজ্ঞানী আর্থার স্ট্যানলি এডিংটন।
১৮২২ - ইংরেজ কবি ও সমালোচক ম্যাথু আর্নল্ড।
১৮৮৬ - মাইকেল কার্টিজ, একাডেমি পুরস্কার বিজয়ী হাঙ্গেরীয়-মার্কিন চলচ্চিত্র পরিচালক।
১৮৯১ - পশ্চিম বাংলার প্রথম মুখ্যমন্ত্রী প্রফুল্ল চন্দ্র ঘোষ।
১৯০১ - বিখ্যাত সোভিয়েত লেখক ফাডেয়েফ।
১৯২৪ - মোহাম্মদ রফি, ভারতীয় সঙ্গীতশিল্পী।
১৯২৬ - মোহাম্মদ সুলতান, বাংলাদেশের একজন রাজনীতিবিদ।
১৯৪২ - নারী প্রগতির অগ্রসৈনিক রত্নগর্ভা জননী মুক্তিযোদ্ধা সৈয়দা ইসাবেলা।
১৯৭১ - রিকি মার্টিন, পুয়ের্তো রিকান গায়ক।
১৯৫২ - আলাউদ্দিন আলী, বাংলাদেশের প্রখ্যাত গীতিকার ও সঙ্গীত পরিচালক।
১৯৯৯ - ইমরুল হোসেন আফনান।

আজ এই দিনে মৃত্যুবরণ করেছিলেন যারা
৬৫৭ - সাহাবী হযরত হুজাইফা (রা.)।
১৫২৪ - পর্তুগীজ নাবিক ও পর্যটক ভাস্কো-দা-গামা।
১৮৬৫ - ব্রিটিশ লেখক ও চিত্রশিল্পী চার্লস লক।
১৯৪৩ - অজয় ভট্টাচার্য একজন বিখ্যাত বাঙালি গীতিকার।
১৯৮৫ - ফেরহাত আব্বাস, আলজেরীয় রাজনৈতিক নেতা এবং প্রথম রাষ্ট্রপতি।
১৯৯৯ - হুয়াঁউ বাতিস্তা দি ওলিভেইরা ফিগেইরেদু ব্রাজিলের একজন চার-তারকাবিশিষ্ট সামরিক জেনারেল ও সাবেক রাষ্ট্রপতি।


তথ্যসূত্র- উইকিপিডিয়া

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত