১৭ ডিসেম্বর: ইতিহাসের এই দিনে

প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২০, ০০:৫৮

সাহস ডেস্ক

আজ ১৭ ডিসেম্বর, ২০২০, বৃহস্পতিবার  ২ পৌষ , ১৪২৫ বঙ্গাব্দ। ১৭ ডিসেম্বর গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ৩৫১ তম ( অধিবর্ষে ৩৫২তম ) দিন। বছর শেষ হতে আরো ১৪ দিন বাকি রয়েছে। ১৭ ডিসেম্বর, ১৯৭১ মুক্তবাংলার রাঙাপ্রভাতে জয়বাংলা স্লোগানে মুখরিত হওয়ার দিন। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়। 

আজকের দিনের ইতিহাস
১৩৯৯ - পানিপথের যুদ্ধে তৈমুর লঙ দিল্লির সুলতান মুহম্মদ তুঘলককে পরাস্ত করেন।
১৮৭৩ - বুদাপেস্ট নগরীর পত্তন হয়।
১৯০৩ - রাইট ভ্রাতৃদ্বয় প্রথম উড়োজাহাজে উড্ডয়ন করেন।
১৯৩১ - প্রশান্ত চন্দ্র মহলানবীশ কলকাতায় ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন।
১৯৯৬ - পেরুর জিম্মি সংকট শুরু।

আজ এই দিনে যারা জন্ম নিয়েছিলেন
১৭৭০ - লুড‌উইগ ভ্যান বেইটোভেন, জার্মান সুরকার ও পিয়ানো বাদক। (মৃ.২৬/০৩/১৮২৭)

১৯০০-আরজ আলী মাতুব্বর, একজন বাংলাদেশী দার্শনিক, চিন্তাবিদ এবং লেখক ।
১৯০২ - মালতী ঘোষাল, ভারতীয় রবীন্দ্র সংগীত শিল্পী।(মৃ.১৯/০৭/১৯৮৪)
১৯২০ - কেনেথ আইভার্সন, টুরিং পুরস্কার বিজয়ী কম্পিউটার বিজ্ঞানী।
১৯৩৬ - বাঙালি কথাসাহিত্যিক ও সাংবাদিক দেবেশ রায়।(মৃ.১৪/০৫/২০২০)
১৯৭৯ - শাবনূর, বাংলাদেশি চলচ্চিত্র অভিনেত্রী।

আজ এই দিনে মৃত্যুবরণ করেছিলেন যারা
১৯৩৮ - চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায়,প্রখ্যাত বাঙালি লেখক, সম্পাদক ও অনুবাদক।(জ.১১/১০/১৮৭৭)
২০১১ - কিম জং-ইল, গণতান্ত্রিক গণপ্রজাতন্ত্রী কোরিয়া বা উত্তর কোরিয়ার শাসক ও প্রধান ব্যক্তিত্ব ছিলেন।

তথ্যসূত্র- উইকিপিডিয়া

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত