২৩ অক্টোবর: ইতিহাসের এই দিনে

প্রকাশ : ২৩ অক্টোবর ২০২০, ০১:১১

সাহস ডেস্ক

২৩ অক্টোবর ২০২০,শুক্রবার । ৮ কার্তিক ১৪২৭ বঙ্গাব্দ। ২৩ অক্টোবর গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ২৯৬তম (অধিবর্ষে ২৯৭তম) দিন। বছর শেষ হতে আরো ৬৯ দিন বাকি রয়েছে। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি
১৫২০ – রাজা চতুর্থ কার্লোস জার্মান সাম্রাজ্যের শাসনভার গ্রহণ করেন।
১৯৩৫ – ম্যাকেঞ্জি কিং তৃতীয়বারের জন্য কানাডার প্রধানমন্ত্রী নির্বাচিত হন।
১৯৭৭ – জীবাশ্মবিদ এলসো বারঘুম আনুমানিক ৩৪০ কোটি বছরের পুরনো এককোষী প্রাণীর ফসিল আবিষ্কার করেন। বলা হয় এটি পৃথিবীর সবচেয়ে প্রাচীন প্রাণের গঠন।
১৯৯৮ – ইসরায়েল ও ফিলিস্তিনির যুদ্ধপরিস্থিতি স্বাভাবিক করতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নাতানইয়াহু ও ফিলিস্তিনের চেয়ারম্যান ইয়াসির আরাফাত ‘ল্যান্ড ফর পিস’ চুক্তি স্বাক্ষর করেন।
জন্ম
১৯২৯- শামসুর রাহমান, বাঙালি লেখক ও কবি। 
১৯৪১- চাষী নজরুল ইসলাম, প্রখ্যাত বাঙালি চলচ্চিত্র পরিচালক।

মৃত্যু
১৮৬৭- ফ্রানৎস বপ, জার্মান ভাষাবিজ্ঞানী।
২০০৫ - আবদুর রাজ্জাক, বাংলাদেশী চিত্রশিল্পী ও ভাস্কর।
২০১২- সুনীল গঙ্গোপাধ্যায়, ভারতীয় বাঙালি সাহিত্যিক।
২০১৪ - রাজাকার শিরোমনি গোলাম আযম। ইসলামকে ব্যবহার করে বাংলাদেশে উগ্র রাজনীতি করেছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত