১৩ আগস্ট: ইতিহাসের এই দিনে

প্রকাশ : ১৩ আগস্ট ২০২০, ০১:০২

সাহস ডেস্ক

১৩ আগস্ট ২০২০, বৃহস্পতিবার।  ২৯ শ্রাবণ ১৪২৭। ১৩ আগস্ট গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ২২৫তম (অধিবর্ষে ২২৬তম) দিন। বছর শেষ হতে আরো ১৪০ দিন বাকি রয়েছে। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি
১৬৪৫ - সুইডেন ও ডেনমার্ক শান্তি চুক্তি সম্পন্ন।
১৭৪০ - রটারড্যামে অনশন ধর্মঘট শুরু।
১৭৮৪ - ইংল্যান্ডের পার্লামেন্টে ভারত আইন গৃহীত হয়।
১৭৯২ - ফ্রান্সের বিপ্লবীরা রাজপরিবারের লোকদের বন্দী করে।
১৯৬০ - মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র ফরাসি উপনিবেশ থেকে স্বাধীনতা লাভ করে।
১৯৬১ - বার্লিন প্রাচীর নির্মাণ কাজ শুরু করে।
২০০৮ - গ্রীষ্মকালীন অলিম্পিকে মহিলাদের ২০০ মিটার ফ্রিস্টাইল সাঁতার প্রতিযোগিতার ফাইনালে ইতালির ফেডেরিকা পেলেগ্রিনি অলিম্পিক তথা বিশ্বরেকর্ড সৃষ্টি করেন ১:৫৪.৮২ সময়ে।

জন্ম
১৮১৪ - অন্দের্শ ইয়োনাস অংস্ট্রেম, সুইডিশ পদার্থবিদ ও জ্যোতির্বিজ্ঞানী। (মৃ. ১৮৭৪)
১৮১৯ - জর্জ গ্যাব্রিয়েল স্টোকস, ব্রিটিশ পদার্থবিজ্ঞানী এবং গণিতজ্ঞ। (মৃ. ১৯০৩)
১৮৪৮ - রমেশচন্দ্র দত্ত বাঙালি সাহিত্যিক, ঐতিহাসিক ও সিভিলিয়ান। (মৃ.৩০/১১/১৯০৯)
১৮৮৪ - হ্যারি ডিন, ইংরেজ আন্তর্জাতিক ক্রিকেটার ছিলেন। (মৃ. ১৯৫৭)
১৮৮৮ - জন বেয়ার্ড, টেলিভিশনের আবিস্কারক। (মৃ.১৪/০৬/১৯৪৬)
১৮৯৯ - স্যার আলফ্রেড যোসেফ হিচকক, ইংরেজ চলচ্চিত্র নির্দেশক ও প্রযোজক ছিলেন। (মৃ.২৯/০৪/১৯৮০)
১৯১১ -  ড.ফুলরেণু গুহ, বাঙালি সমাজসেবিকা ও রাজনীতিবিদ। (মৃ.২৮/০৭/২০০৬)
১৯১৮ - ফ্রেডরিক স্যাঙ্গার, ইংরেজ প্রাণরসায়নবিদ। (মৃ. ২০১৩)
১৯২০ - নেভিল ব্র্যান্ড, আমেরিকান অভিনেতা। (মৃ. ১৯৯২)
১৯২৬ - ফিদেল ক্যাস্ট্রো, কিউবার সাবেক প্রেসিডেন্ট। (মৃ.২৫/১১/২০১৬)
১৯৪৫ - রবিন জ্যাকম্যান, ব্রিটিশ ভারতের শিমলায় জন্মগ্রহণকারী ইংল্যান্ডের সাবেক আন্তর্জাতিক ক্রিকেটার।
১৯৫৫ - পল গ্রিনগ্রাস, ইংরেজ চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার ও সাবেক সাংবাদিক।
১৯৫৮ - র‌্যান্ডি শুঘার্ট, মার্কিন সেনাবাহিনীর বিশেষ অভিযান দল ১ম স্পেশাল ফোর্সেস অপারেশনাল ডিটাচমেন্ট-ডেল্টার (1SFOD-D) একজন সদস্য। (মৃ. ১৯৯৩)
১৯৬১ - কোজি কোন্দো, জাপানি সঙ্গীত রচয়িতা, পিয়ানোবাদক, এবং সঙ্গীত পরিচালক।
১৯৬১ - নীল মল্যান্ডার, সাবেক ইংরেজ আন্তর্জাতিক ক্রিকেটার।
১৯৬৩ - শ্রীদেবী, ভারতীয় অভিনেত্রী। (মৃ.২৪/০২/২০১৮)
১৯৭৫ - শোয়েব আখতার, সাবেক পাকিস্তানি ডান হাতি ফাস্ট বোলার।
১৯৮২ - সেবাস্টিয়্যান স্ট্যান, রোমানিয়ন মার্কিন অভিনেতা।

মৃত্যু
১৯১০ - ফ্লোরেন্স নাইটিঙ্গেল।
১৯৪৬ - এইচ জি ওয়েলস, ইংরেজ ঔপন্যাসিক।
২০১১ - তারেক মাসুদ।
২০১১ - মিশুক মুনীর।

ছুটি ও অন্যান্য
বিশ্ব বা-হাতি দিবস। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত